দেশ

নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলীয়' হৃতিকের নাচে মাতাল নেটপাড়া, কণ্ঠে বাংলার স্নিগ্ধজিৎ

নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলীয়' হৃতিকের নাচে মাতাল নেটপাড়া, কণ্ঠে বাংলার স্নিগ্ধজিৎ
Key Highlights

হৃতিক-সইফের আগত ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া' ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের হয়ে উঠেছে এই গানটি ৷

আগামী ৩০শে সেপ্টেম্বর সোনালী পর্দায় মুক্তি পেতে চলেছে সুপারস্টার হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত "বিক্রম বেদা"।  এরই মধ্যে বাংলার ছেলে তথা জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) পাড়ি দিয়েছে বলিউডে। আর তার প্রথম প্লে-ব্যাকেই কণ্ঠ দিয়েছেন সুপারস্টার হৃতিক রোশনের জন্য।  হৃতিকের ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য গান গেয়েছেন স্নিগ্ধজিৎ, আর তাতেই মুগ্ধ সুপারস্টার। স্নিগ্ধজিৎকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রথমে বাংলা পরে হিন্দি গানে টেলিভিশনের মঞ্চ মাতিয়ে দেন তিনি। আর তার জেরেই এই বলিউড ব্রেক। বিশাল-শেখরের সুরে ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়েছেন স্নিগ্ধজিৎ। তাঁর পাশাপাশি এই গানে কণ্ঠ দিয়েছেন অনন্যা চক্রবর্তী। সামান্য অংশে বিশাল-শেখর জুটির কণ্ঠও রয়েছে।

বলিউড সুপারস্টারের এই মন্তব্যে অভিভূত বাংলার স্নিগ্ধজিৎ। হৃতিককে ট্যাগ করে তিনি আবার লেখেন, “স্যার, এই মন্তব্য পরম পাওনা। আপনি আমার অনুপ্রেরণা। এই মন্তব্য আমার দিনটাই ভাল করে দিল। ভাল থাকবেন স্যার। খুব ভাল হোক।” স্নিগ্ধজিতের প্রশংসা করেছেন সুরকার বিশাল দদলানিও। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন গায়ক। 

তামিল ছবির এই রিমেকে হৃতিক ছাড়াও রয়েছেন সইফ আলি খান, রাধিকা আপ্টে। ছবির ট্রেলারও ইতিমধ্যে বেশ প্রশংসা পেয়েছে। বিশেষ করে হৃতিক। অভিনেতার এই নতুন অবতার চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছেন, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই পকেটে পুরবেন বলিউডের গ্রিক গড।

গত শনিবার মুক্তি পেয়েছে হৃতিক-সইফের আসন্ন ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া'৷ আদ্যোন্ত এই নাচের গান নিয়ে উৎসাহ এখন রীতিমতো তুঙ্গে ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই গান ৷ হৃতিকের দারুণ নাচ যে আলাদাই মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য (Hrithik Roshan New Movie Song Alcoholia)৷ 'অ্যালকোহলিয়া' গানটি লিখেছেন মনোজ মুন্তাসির ৷ এমনকী সোশাল মিডিয়াতেও এখন ট্রেন্ড এই গান ৷ সুর দিয়েছেন বিশাল, শেখর ৷ গেয়েছেন বিশাল, শেখর, স্নিগ্ধজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী (Vikram Vedha New Song)৷


Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
R G Kar | 'তিলোত্তমা'র বাবাকে আইনি নোটিস, চারদিনের সময়ও বেঁধে দিলেন কুণাল ঘোষ!
Noida | ১৫ মাসের দুধের শিশুকে কামড়, মুখে ঘুষি! নারকীয় নির্যাতন ডে কেয়ারের পরিচারিকার!
Bibhas Adhikari | ভুয়ো ‘ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র অফিস খুলে বসেছিলেন! গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির আসামী বিভাস অধিকারী
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য