দেশ

নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলীয়' হৃতিকের নাচে মাতাল নেটপাড়া, কণ্ঠে বাংলার স্নিগ্ধজিৎ

নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলীয়' হৃতিকের নাচে মাতাল নেটপাড়া, কণ্ঠে বাংলার স্নিগ্ধজিৎ
Key Highlights

হৃতিক-সইফের আগত ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া' ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের হয়ে উঠেছে এই গানটি ৷

আগামী ৩০শে সেপ্টেম্বর সোনালী পর্দায় মুক্তি পেতে চলেছে সুপারস্টার হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত "বিক্রম বেদা"।  এরই মধ্যে বাংলার ছেলে তথা জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) পাড়ি দিয়েছে বলিউডে। আর তার প্রথম প্লে-ব্যাকেই কণ্ঠ দিয়েছেন সুপারস্টার হৃতিক রোশনের জন্য।  হৃতিকের ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য গান গেয়েছেন স্নিগ্ধজিৎ, আর তাতেই মুগ্ধ সুপারস্টার। স্নিগ্ধজিৎকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রথমে বাংলা পরে হিন্দি গানে টেলিভিশনের মঞ্চ মাতিয়ে দেন তিনি। আর তার জেরেই এই বলিউড ব্রেক। বিশাল-শেখরের সুরে ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়েছেন স্নিগ্ধজিৎ। তাঁর পাশাপাশি এই গানে কণ্ঠ দিয়েছেন অনন্যা চক্রবর্তী। সামান্য অংশে বিশাল-শেখর জুটির কণ্ঠও রয়েছে।

বলিউড সুপারস্টারের এই মন্তব্যে অভিভূত বাংলার স্নিগ্ধজিৎ। হৃতিককে ট্যাগ করে তিনি আবার লেখেন, “স্যার, এই মন্তব্য পরম পাওনা। আপনি আমার অনুপ্রেরণা। এই মন্তব্য আমার দিনটাই ভাল করে দিল। ভাল থাকবেন স্যার। খুব ভাল হোক।” স্নিগ্ধজিতের প্রশংসা করেছেন সুরকার বিশাল দদলানিও। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন গায়ক। 

তামিল ছবির এই রিমেকে হৃতিক ছাড়াও রয়েছেন সইফ আলি খান, রাধিকা আপ্টে। ছবির ট্রেলারও ইতিমধ্যে বেশ প্রশংসা পেয়েছে। বিশেষ করে হৃতিক। অভিনেতার এই নতুন অবতার চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছেন, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই পকেটে পুরবেন বলিউডের গ্রিক গড।

গত শনিবার মুক্তি পেয়েছে হৃতিক-সইফের আসন্ন ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া'৷ আদ্যোন্ত এই নাচের গান নিয়ে উৎসাহ এখন রীতিমতো তুঙ্গে ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই গান ৷ হৃতিকের দারুণ নাচ যে আলাদাই মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য (Hrithik Roshan New Movie Song Alcoholia)৷ 'অ্যালকোহলিয়া' গানটি লিখেছেন মনোজ মুন্তাসির ৷ এমনকী সোশাল মিডিয়াতেও এখন ট্রেন্ড এই গান ৷ সুর দিয়েছেন বিশাল, শেখর ৷ গেয়েছেন বিশাল, শেখর, স্নিগ্ধজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী (Vikram Vedha New Song)৷


Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
আজকের সেরা খবর | WhatsApp-এ নেওয়া যাবে না স্ক্রিনশট! ইউজারদের নিরাপত্তার জন্য নয়া ফিচার আনছে মেটা!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla