লাইফস্টাইল

Turmeric For Skin | সরস্বতী পুজোর সকালে হলুদ মেখে স্নান করে বাড়ান ত্বকের জেল্লা! সঙ্গে মুখে হলুদের হার্বাল ফেস প্যাক লাগালে ফেটে পড়বে রূপ!

Turmeric For Skin | সরস্বতী পুজোর সকালে হলুদ মেখে স্নান করে বাড়ান ত্বকের জেল্লা! সঙ্গে মুখে হলুদের হার্বাল ফেস প্যাক লাগালে ফেটে পড়বে রূপ!
Key Highlights

সরস্বতী পুজোর সকালে অনেকের বাড়িতেই হলুদ মেখে তারপর স্নান করার রীতি রয়েছে। আর এই রীতিই বাড়িয়ে তোলে ত্বকের উজ্জ্বলতা। দেখুন সরস্বতী পুজোয় ইনস্ট্যান্ট গ্লো পেতে কীভাবে মাখবেন হলুদের হার্বাল ফেস প্যাক।

আর দুদিন পরেই সরস্বতী পুজো (Saraswati Puja)। এদিন কারুর বন্ধুদের সঙ্গে আড্ডা-খাওয়া দাওয়ার প্ল্যান তো কারুর পছন্দের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া। ফলে ইতিমধ্যেই শাড়ি, পাঞ্জাবি, গয়না বাছাই পর্ব অনেকেরই শেষ। আবার অনেকেরই চলছে শেষ মুহৃর্তের কেনাকাটা। এর ওপর আবার রয়েছে পুজোর জোগাড়, কাজ। ফলে হাতে একদমই কম সময়। এই ক্ষেত্রে আর পার্লারে যাওয়ার সময়ও থাকে না। তবে চিন্তা নেই, সরস্বতী পুজো (Saraswati Puja) তে ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে ছোটবেলার 'রীতি'ই।

ছোটবেলা থেকে অনেকেই সরস্বতী পুজোর দিন সকালবেলায় হলুদ মেখে স্নান করেছেন। তারপর সেরেছেন অঞ্জলি পর্ব। এখনও অনেক বাড়িতেই রয়েছে সেই চল বা রীতি। এমনিতে হলুদের গুনাগুন সম্পর্কে সকলেই অবগত। হলুদ যেমন চিকিৎসা ক্ষেত্রে উপকারী, তেমনই এটি শরীরের নানান রোগ নিরাময় করে। তবে হলুদ কিন্তু ভালো ত্বকের জন্যও। ত্বকের পরিচর্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলুদ গুঁড়ো (Turmeric Powder)। এটি ত্বকের নানান সমস্যা দূর করে বাড়ায় ত্বকের জেল্লা। তবে এই প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে সঠিক উপায়ে। দেখে নিন সরস্বতী পুজোয় কীভাবে হলুদের সাহায্যে ত্বক উজ্জ্বল করে তুলবেন-

গ্লো বাড়াতে হলুদ- চন্দনের ফেস প্যাক :

হলুদ এবং চন্দন দুই প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য উপকারী। এই  হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack) বানানোর জন্য প্রথমে একটি কাচের পাত্রে চার চামচ সাদা চন্দনের গুঁড়োর সঙ্গে দু'চামচ পাতিলেবুর রস নিন। এরপর অল্প হলুদ গুঁড়ো কিংবা কাঁচা হলুদ বাটা মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক। স্নানের আগে এই মিশ্রণ মুখে, গলায়, হাতে, পায়ে মেখে নিতে পারেন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক বাড়াবে 'ইন্সট্যান্ট গ্লো'।

 কালচে দাগ দূর করতে দুধের সর ও হলুদ :

অনেকের ত্বকে কালচে দাগছোপ থাকে। সেক্ষেত্রে দুধের সর, কাঁচা হলুদ বাটা এবং দু থেকে তিন ফোঁটা অরেঞ্জ এসেনসিয়াল অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে লাগাতে পারেন ওই দাগের অংশে। এতে যেমন কালো দাগ কমবে তেমনই বাড়বে জেল্লা।

টক দই ও হলুদ  :

মুখের জন্য দই এবং হলুদ (Curd and Turmeric for face) এই দুই উপাদানই উপকারী। এই প্যাক মুকের ত্বকের তেলতেলে ভাব দূর করবে সহজে। এছাড়াও উজ্জ্বল হবে ত্বক। এই প্যাক বানানোর জন্য একটা পাত্রে ২ থেকে ৩ চামচ টক দই নিন। তাতে কয়েক চামচ হলুদ মেশান। এবার তা ভাল করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। মুখের জন্য দই এবং হলুদ (Curd and Turmeric for face) এর ফেসপ্যাক ত্বক পরিষ্কার করে এবং উজ্জ্বলতা বাড়ায়।

মধু ও হলুদের প্যাক :

মুখের জন্য মধু এবং হলুদ (Honey and Turmeric for face) ব্যাপক উপকারী। এই দুই উপাদান দিয়ে তৈরী প্যাকের জন্য একটি পাত্রে দুই থেকে তিন চামচ হলুদ নিয়ে তাতে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। চাইলে এতে সামান্য বেসনও মেশাতে পারেন। এবার এই মাস্কটি ট্যানযুক্ত স্থানে লাগান এবং শুকানোর জন্য সময় দিন। তারপর স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন মুখের জন্য মধু এবং হলুদ (Honey and Turmeric for face) প্যাকটি।

অ্যালোভেরা জেল এবং হলুদের প্যাক: 

অ্যালোভেরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং ত্বকের সমস্যা যেমন দাগ, ব্রণ ইত্যাদি থেকে মুক্তি দিতে সাহায্য করে । এই হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack) বানানোর জন্য লাগবে ১ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু, ১ চা চামচ হলুদ গুঁড়ো (Turmeric Powder)। এবার একটি ছোট পাত্রে অ্যালোভেরা জেল নিন । তাতে মধু ও হলুদ ভালো করে মিশিয়ে নিন । এই পেস্টটি দিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

কেবল মুখের জেল্লা বাড়াতেই নয়, গা-হাত-পায়ের জেল্লাও বাড়ায় হলুদ। এর জন্য অনেকেই রীতি ত্বকের ছাড়াও জেল্লা বাড়াতেও সরস্বতী পুজোর সকাল কাঁচা হলুদ বাটার সঙ্গে তেল মিশিয়ে সেই মিশ্রণ স্নানের আগে মেখে তারপর স্নান করে থাকেন। ত্বকের উজ্জ্বল এবং মোলায়েম ভাব বজায় রাখতে কার্যত ম্যাজিকের মতো কাজ করে হলুদে থাকা  অ্যান্টি অক্সিডেন্ট উপকরণ। এছাড়াও হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি সেপটিক উপকরণ। এই সমস্ত উপকরণ ত্বকের কালচে দাগছোপ, র‍্যাশ, লালচে ভাব, ব্রনর সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি বজায় রাখে ত্বকের আর্দ্র ভাব। দূর করে রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা। তবে হলুদ যে শুধু ত্বকের পরিচর্যাতেই কাজে লাগে তা কিন্তু নয়। রোজ সকালে খালি পেটে যদি কাঁচা হলুদ খেতে পারেন তাহলে উপকার পাবেন অনেক। যেমন ত্বকের সমস্যা দূর হবে তেমনই অনেক রোগ ব্যাধিও দূরে থাকবে।


Gold Price Today | রবিবাসরীয় সকালে দাম কমলো সোনার, হাসি ফুটল মধ্যবিত্তদের মুখে
FIFA World Cup 2026 | প্রকাশিত হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, কোন দল খেলবে কবে?
Suri | আদিবাসী প্রৌঢ়াকে জঙ্গলের মধ্যে গণধর্ষণ, থেঁতলে দেওয়া হলো মুখ! আতঙ্ক সিউড়িতে
Modi-Trump | শুল্ক নিয়ে জট কাটাতে মোদি-ট্রাম্পের সাক্ষাৎ? সেপ্টেম্বরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা!
Operation Sindoor | নেপাল সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে ISI চর! জঙ্গিদের খোঁজে অ্যাকশনে গোয়েন্দাদপ্তর
Life Certificate | লাইফ সার্টিফিকেট জমা হয়নি ৭ লক্ষ ৪৪ হাজারের! এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন EPFO’র কর্মীরা!
Breaking News | ভাইজ্যাগে ঝকঝকে রোহিত-যশস্বী, সেঞ্চুরি করে একদিনের সিরিজে দাপুটে জয় মেন ইন ব্লু-র