Rose Water for Face | 'রোজ ডে'তে পছন্দের মানুষের থেকে পাওয়া গোলাপই বাড়াবে আপনার ত্বকের জেল্লা! জানুন কীভাবে বাড়িতে বানাবেন গোলাপের জল? সঙ্গে জানুন এর ব্যবহার!

Tuesday, February 6 2024, 1:51 pm
highlightKey Highlights

মুখের জন্য গোলাপ জলের উপকারিতা অপরিসীম। গোলাপ জল ত্বকের জেল্লা বাড়ায়, ত্বকের উপরে তৈরি করে আর্দ্রতার স্তর, কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ও ত্বকের বয়স ধরে রাখে। জানুন কীভাবে বাড়িতে গোলাপ থেকে বানাবেন গোলাপ জল।


রাত পোহালেই গোলাপ দিবস বা রোজ ডে (Rose Day)। প্রতি বছর ৭ ই ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই কোনো না কোনো স্পেশাল ডে বা দিবস উদযাপিত হয়। আর এই 'প্রেমের' সপ্তাহের প্রথম দিনেই পালন করা হয় গোলাপ দিবস। এদিন বন্ধু বা বিশেষ মানুষকে গোলাপ দিয়ে ভালোবাসা নিবেদন করার প্রথা রয়েছে। এছাড়া ভ্যালেন্টাইন ডে-র আবহে অনেকেই তার ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে থাকেন। তবে শুধু প্রেম-ভালোবাসা-বন্ধুত্বের প্রতীকই নয়। গোলাপের ভেষজ এবং ওষধি গুণও রয়েছে প্রচুর। আয়ুর্বেদিক শাস্ত্রে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে গোলাপ। অনেক ক্ষেত্রে গোলাপের পাপড়ি রান্নায় দেওয়া হয়। গোলাপের পাপড়ি শুকিয়ে তৈরি করা হয় গুলকন্দ। এই উপকরণের ভেষজ উপকারিতার গুরুত্ব প্রচুর। এছাড়া আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, পেটে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া এসব সমস্যা থেকেও সহজে মুক্তি দিতে পারে গোলাপের হার্বাল টি। এছাড়া ত্বকের জন্য গোলাপ জল (Rose Water for Skin) উপকারিতা সম্পর্কে তো আট থেকে আশি সকলেই জানেন। তবে উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে অনেকেই মুখের জন্য গোলাপ জল (Rose water for face) ব্যবহার করে থাকেন ঠিকই কিন্তু, ভুল উপায়ে। জেনে নিন কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন গোলাপ জল এবং জানুন মুখে গোলাপ জলের উপকারিতা (Benefits of rose water on face) সম্পর্কেও। সঙ্গে জানুন কীভাবে বাড়িতে বানাবেন গোলাপ জল? 

ত্বকের আর্দ্রতা বজায় রাখা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়
ত্বকের আর্দ্রতা বজায় রাখা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়

মুখের জন্য গোলাপ জলের ব্যবহার । Use of Rose Water for Face :

Trending Updates

সারা দিনের খাটাখাটনির পর বাড়ি ফিরে ভাল করে মুখ ধুয়ে কিছু ক্ষণ পর মুখে গোলাপ জল ছিটিয়ে নিতে পারেন। ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা, মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়। অনেকে আবার গেলাপ জল দিয়ে প্যাক গুলে মুখে মাখেন। মুখ ধুয়ে এসে ব্যবহার করতে পারেন গোলাপ জলের টোনার (Rose Water Toner)। গোলাপ জল আসলে নানানভাবে ব্যবহার করা যায়। দেখে নিন গোলাপ জল ব্যবহার করার বেশ কিছু উপায়।

গোলাপ জলের টোনার :

অনেকেই নানান নামি দামি টোনার ব্যবহার করে থাকেন মুখ পরিষ্কার করার জন্য। তবে এক্ষেত্রে বহুগুনে উপকার দিতে পারে গোলাপ জলের টোনার (Rose Water Toner)। এর জন্য  হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, মুখে গোলাপ জল মাখতে পারেন। তারপর মুখের ক্র্রীম মাখুন। এতে ত্বক পরিষ্কার হবে সঙ্গে আদ্র থাকবে।

গোলাপ জলের ফেসিয়াল ক্লিনজার :

ত্বকের জন্য গোলাপ জল (Rose Water for Skin) ও মুলতানি মাটি দুটিই খুব উপকারী। মুলতানি মাটি প্রাকৃতিক ক্লিনজার এবং এক্সফোলিয়েটর হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। এতে থাকা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের অন্দরের প্রদাহ কমাতে এর বিশেষ ভূমিকা রয়েছে। একইভাবে ত্বকের জন্যে উপকারী গোলাপ জলও। কারণ, এতে উপস্থিত ভিটামিন এবং মিনারেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোলাপ জল দিয়ে তৈরী ক্লিনজার বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিন। এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে দিলেই তৈরী ফেসিয়াল ক্লিনজার। এটি ব্যবহারের আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তারপর ধীরে ধীরে এই ফেসিয়াল ক্লিনজার মুখে লাগিয়ে নিন এবং ফেস মাসাজ করুন। ১০ মিনিট পরে মুখ ধুয়ে নিন।

ত্বকের জন্য গোলাপ জল ও মুলতানি মাটি দুটিই খুব উপকারী
ত্বকের জন্য গোলাপ জল ও মুলতানি মাটি দুটিই খুব উপকারী

গোলাপ জলের আইস কিউব :

সামনেই আসছে গরম। এই সময়ে আরাম দিয়ে ত্বকের জেলা বাড়াবে গোলাপ জলের আইস কিউব। এর জন্য ​​রেফ্রিজারেটরের আইস ট্রে বের করুন। তার মধ্যে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল রাখুন। প্রতিটি কিউবে সম পরিমাণ অ্যালোভেরা জেল এবং গোলাপ জল মেশান। তারপর তা ফ্রিজে জমিয়ে নিন।রোদে ত্বক জ্বালা করলে কিংবা সানবার্নের উপর এই আইস কিউব প্রাথমিক অবস্থায় বোলাতে পারেন। আরাম পাবেন। ত্বকের প্রদাহ সাময়িকভাবে কমবে।

গোলাপ জলের ফেসপ্যাক :

  গোলাপ জলের ফেসপ্যাকও ত্বকের জন্য বেশ উপকারী। গোলাপ ফুলের পাপড়ি শুকিয়ে নেওয়ার পরে গ্রাইন্ড করে নিন। গোলাপের পাপড়ির গুঁড়োর সঙ্গে কয়েক চামচ গোলাপ জল মেশান। সেই সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার সেটি ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করার পরে মুখ পরিষ্কার করে ফেলুন। শেষে টোনার লাগিয়ে নিন।

ডার্ক সার্কেল দূর করতে :

ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে এই গোলাপ জল দারুণ উপকারী। এক্ষেত্রে গোলাপ জল সরাসরি চোখের চারপাশে লাগাতে পারেন। মিনিট পনেরো পর শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার বা আই ক্রিম লাগিয়ে নিন। নাহলে ২ চামচ কাঁচা দুধের সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলোর বল ডুবিয়ে চোখের চারপাশে ভাল করে বুলিয়ে নিন। ২০-২৫ মিনিট আবার এই মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন। প্রতিদিন এই উপায়ে গোলাপ জল ব্যবহার করলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে।

ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে গোলাপ জল দারুণ উপকারী
ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে গোলাপ জল দারুণ উপকারী

বাড়িতে গোলাপ জল তৈরি করবেন কী করে? । How to Make Rose Water at Home?

প্রথমে একটি পাত্রে জল এবং বেশ কিছুটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে হালকা আঁচে বসিয়ে রাখুন। জল ফুটতে শুরু করলে ধীরে ধীরে নাড়তে থাকুন। এর পর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন। মিনিট ২০ পর পরিষ্কার কাপড়ের সাহায্যে গোলাপের পাপড়ির জল ছেঁকে নিন এবং কাচের পাত্রে ভরে রাখুন। এই গোলাপ জলে যেহেতু কোনও রাসায়নিক মেশানো নেই তাই এক সপ্তাহের বেশি সংরক্ষণ করা মুশকিল। তবে খেয়াল রাখবেন গোলাপ জল তৈরিতে যে ফুলগুলি ব্যবহার করছেন, সেগুলি যেন রাসায়নিক সার বা কীটনাশক বর্জিত হয়।

গোলাপ জল বাড়িতে সহজেই তৈরী করা যায় 
গোলাপ জল বাড়িতে সহজেই তৈরী করা যায় 

মুখে গোলাপ জলের উপকারিতা (Benefits of rose water on face) সম্পর্কে যত বলা হয় তত যেন কম পরে। গোলাপ জল ত্বকের জেল্লা বাড়ায়,  ত্বকের উপরে তৈরি করে আর্দ্রতার স্তর, কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ও ত্বকের বয়স ধরে রাখে। তবে গোলাপ জল সঠিকভাবে ব্যবহার না করলে হতে পারে হিতে বিপরীত। আবার অনেকেরই গোলাপ জল ত্বকে স্যুট করে না। এক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File