ষষ্ঠীর দিন কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে জোড়ো ঘূর্ণাবর্ত

Saturday, October 1 2022, 6:47 am
highlightKey Highlights

আজ মহা ষষ্ঠী। চারিদিকে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠীর পুজো সাথে বেজে উঠেছে ঢাকের বোল। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া তা জেনে নেওয়া যাক


দূর্গাপূজা শুরু হয়ে গিয়েছে, আজ তার প্রথম দিন অর্থাৎ মহা ষষ্ঠী। বাঙালি মেতে উঠেছে উৎসবের আমেজে এই পরিস্থিতিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বৃষ্টি হলেও তা খুব স্বল্প সময়ের জন্য হবে। তবে খনিকের জন্য হলেও সেইস্থানে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে আগামী ২রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হতে পারে 

পূজোর এই কটা দিন সব মানুষই তাদের পরিবারের সাথে আনন্দে মাতে। সারাদিন ঠাকুর দেখা থেকে শুরু করে বাইরে জমিয়ে খাওয়া দাওয়া এইসবের মাধ্যমেই যেন সারা বছরের ক্লান্তি দূর হয়। এই সময় বৃষ্টিপাতের ফলে সেইসব আনন্দই মাটি হয়ে যায়। তাই আবহাওয়া কী রকম থাকবে তা নিয়ে সকলেই রয়েছে চিন্তায়। তাই জেনে নেওয়া যাক পূজোর এই কটা দিন কেমন থাকছে উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া। 

Trending Updates
উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ আজ থেকে গতকাল (সপ্তমীর দিন) সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমীর দিন থেকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর আগামী ৪ঠা অক্টোবর, মঙ্গলবার অর্থাৎ নবমীর দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি পতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী ২রা অক্টোবর সপ্তমীর দিন সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের এই সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১লা অক্টোবর রাতে দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩রা অক্টোবর অষ্টমীর দিন সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। আবহাওয়া দফতরের তরফ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে নবমীর দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File