ক্রাইম

হালিশহরের পুরসভার চেয়ারম্যান সিবিআইয়ের হাতে গ্রেফতার, উদ্ধার করা হয় ৬০ লাখ টাকা

হালিশহরের পুরসভার চেয়ারম্যান সিবিআইয়ের হাতে গ্রেফতার, উদ্ধার করা হয় ৬০ লাখ টাকা
Key Highlights

চিটফান্ড কান্ডের নয়া মোড়। হালিশহরের পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করলো সিবিআই।

সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলায় এবার গ্রেফতার করা হয় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকা।

সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলার তদন্তে ধরপাকড় শুরু করল CBI

SSC নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ED। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনাটির রেশ কাটতে না কাটতেই শুক্রবার চিটফান্ড মামলায় CBI-এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি তদন্তকারী সংস্থার তরফে। সূত্রের খবর, রাজু সাহানির থেকে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। পাশাপাশি থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের। কোথা থেকে এই বিপুল অর্থ এল? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। উল্লেখ্য, রাজু সাহানি এক সময়ের দোর্দণ্ড প্রতাপ বাম কাউন্সিলর লক্ষ্মণ সাহানির ছেলে।


Dharmendra | বাড়ি ও শ্মশানে আচমকাই ভিড় ধর্মেন্দ্রর পরিবারের! তবে কি প্রয়াত কিংবদন্তি অভিনেতা?
Rajnath Singh | ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Ind vs SA | চোটের জন্যে নেই গিল-শ্রেয়স, ব্রাত্য সিরাজ-বুমরাহও! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন কারা কারা?
Howrah | প্রবীণ নাগরিকদের জন্য ‘আশ্বাস’ স্কিম চালু হাওড়া গ্রামীণ পুলিশের, একটা কল করলেই পাবেন সাহায্য
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Breaking News | "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের