বিনোদন

মুক্তি পেল রাজ চক্রবর্তী পরিচালিত 'হাবজি গাবজি', ছবির প্রিমিয়ারে বসল চাঁদের হাট

মুক্তি পেল  রাজ চক্রবর্তী পরিচালিত 'হাবজি গাবজি', ছবির প্রিমিয়ারে বসল চাঁদের হাট
Key Highlights

'হাবজি গাবজি' প্রিমিয়ারে ছবির নায়ক-নায়িকা পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাজির হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

২০২০-র শুরুতে তৈরী হয়েছিল ছবিটি, কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে আটকে পড়েছিল ছবি মুক্তি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩রা জুন মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি-গাবজি'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।

'হাবজি গাবজি'-র মুক্তি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করলেন রাজ-শুভশ্রী-পরমব্রত

এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি বলেছেন, 'হাবজি-গাবজি' ছবিতে আমার চরিত্রটা এমন, যেটার জন্য যে কোনও অভিনেত্রীই লোভ হবে। এত ভালো একটা চিত্রনাট্য আমার কাছে এসেছে তার জন্য সত্যিই কৃতজ্ঞ আমি। গোটা ছবিতে অভিনয় করা একটা দারুণ সফর।'

ছবির পরিচালক রাজ জানিয়েছেন, 'আমাদের ছবিতে তৈরি হয়েছিল ২০২০ সালের প্রথম দিকে। তারপর লকডাউনের জন্য মুক্তি পায়নি ছবিটা। কিন্তু লকডাউনের সময়েই যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি'।'

এই ছবির অপর এক মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি এই ছবির প্রসঙ্গে বলছেন, 'এই ছবিটা আমাদের প্রত্যেকের ঘরের গল্প। বাড়িতে অতিথি আসলে বা খাবার সময়ে বাচ্চাকে শান্ত রাখতে তার হাতে মোবাইল বা ট্যাব তুলে দেন না এমন বাবা-মা পাওয়া দুষ্কর। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতি করছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে 'হাবজি-গাবজি'।'