দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ'

Monday, June 6 2022, 9:39 am
highlightKey Highlights

ভারতের একজন সাহসী যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের গল্প নিয়ে তৈরী হয়েছে অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ। এই ছবিটি থেকে প্রথম দিনের আয় কত তা প্রকাশ করা হয়েছে


বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, সম্রাট পৃথ্বীরাজ আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মতোই আয় করেছেন। এই ছবিটি থেকে যা আশা করা হয়েছিল তার থেকে কম আয় করেছে। সম্রাট পৃথ্বীরাজ মুক্তির দিনে ১০ থেকে ১১ কোটি টাকা আয় করার সুযোগ পেয়েছে। এটি অক্ষয় কুমারের আগের ছবি বচ্চন পান্ডের প্রথম দিনের সংগ্রহের চেয়ে কম।

কত রোজগার করছিল অক্ষয় কুমারের আগের ছবি বচ্চন পান্ডে, জেনে নেওয়া যাক

বক্স অফিসে প্রথম দিনে ১৩ কোটি টাকা আয় করেছিল বচ্চন পান্ডে। সম্রাট পৃথ্বীরাজের বাজেট দেখে মনে করা হয়েছিল যে এটি প্রথম দিনে ২০ কোটি টাকার উপরে আয় করবে, কিন্তু আফসোস তা হয়নি। বলা হচ্ছে, কোনও কোনও শহরে ছবিটি করমুক্ত না হলে এর আয় আরও কম হতে পারত।

Trending Updates

সম্রাট পৃথ্বীরাজ ছবিটি দেখতে মেট্রো প্রেক্ষাগৃহে কম মানুষ ভিড় করছেন বলেও শোনা যাচ্ছে। নন-ডিজিটাল কেন্দ্রগুলিতে এর দখল বেশি এবং এটি সেখানে ভালো আয় করছে। খবর অনুযায়ী, কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া 2-এর তুলনায় সম্রাট পৃথ্বীরাজকে ৩০ থেকে ৪০ শতাংশ কম মানুষ দেখতে যাচ্ছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File