অসুস্থ রাজ্যপালকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ফের অসুস্থ হলেন রাজ্যপাল। এর আগে ঠাকুরনগরে বারুণী মেলায় যাওয়ার পথেও অসুস্থ বোধ করায় রাজভবনে ফিরে এসেছিলেন তিনি।


অসুস্থ বোধ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালে জগদীপ ধনখড়ের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে। তাঁর এমআরআই পরীক্ষা করা হতে পারে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার হচ্ছে বলে খবর।

এটাই প্রথমবার নয়, এর আগে গত ১লা এপ্রিল ঠাকুরনগর যাওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল। খবর ছিল, বদহজমের সমস্যা হয়েছে তাঁর। তখন রাজভবনেই তাঁর চিকিৎসা করা হয়েছিল। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File