"প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী" - ভুয়ো পোস্ট নিয়ে এক দিকে কুণাল, অন্য দিকে পার্থ
তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভুলক্রমেই ডঃ মনমোহন সিংয়ের প্রয়ানের পোস্ট করেন এবং বুঝতে পেরেই তৎক্ষণাৎ তা সরিয়েও দেন।
ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ভুল প্রয়াণ সংবাদের জেরে করা তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে তৃণমূলেরই অন্দরে। ভুল পোস্ট দেওয়া হয়েছে বুঝতে পেরে তড়িঘড়ি করে পার্থ তা মুছে দিয়েছেন। কিন্তু তার পরেও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তীব্র শ্লেষাত্মক একটি পোস্ট করেছেন। নাম না উল্লেখ করলেও কুণালের পোস্টের লক্ষ যে পার্থ, তা বুঝতে কারোর বাকি নেই।
মঙ্গলবার বিকেলে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থের ফেসবুক পেজে আচমকা ভেসে ওঠে পার্থের সঙ্গে মনমোহনের একটি পুরনো ছবি। সঙ্গে লেখা, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ। অথচ মনমোহন রয়েছেন বহাল তবিয়তেই! পার্থ ঘনিষ্ঠমহলে জানান, ভুলক্রমেই ওই পোস্ট। সেটি তাঁর ফেসবুক পেজে অন্য কেউ করেছে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা সরিয়েও দেওয়া হয়েছে।
যে বা যাঁরা তাঁর মৃত্যুসংবাদ ছড়ালেন, আগ বাড়িয়ে শোক জানালেন, সেই দায়িত্বজ্ঞানহীনদের ধিক্কার জানাই। ওই ‘দায়িত্বজ্ঞানহীন’ ব্যক্তিদের প্রকাশ্যে দুঃখপ্রকাশ করা উচিত।
- Related topics -
- রাজনীতি
- রাজনৈতিক
- তৃণমূল নেতা
- সোশ্যাল মিডিয়া