Navratri 2024 | নবরাত্রির নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন ‘সিদ্ধিদাত্রী' রূপে, সিদ্ধিদাত্রী দেবী হলেন সিদ্ধি, সফলতাদাত্রী

Saturday, October 12 2024, 4:18 am
highlightKey Highlights

মা সিদ্ধিদাত্রীকে অণিমা, লঘিমা, প্রপ্তি, প্রাকাম্য, মহিমা, ইশিত্বা, বশীত্ব, সর্বকামবসয়িতা, সর্বজনত্ব, দ্বারশ্রবণ, পরকায়প্রবাসনা, বাকা সিদ্ধি, কল্পবৃক্ষ, সৃষ্টি, ধ্বংস শক্তি, অমরত্ব, সর্ব বিচার, ন্যায়বিচার নামেও আরাধনা করা হয় । পদ্ম ফুলের আসনে বসেন মা সিদ্ধিদাত্রী (Siddhidatri)। মায়ের বাহন সিংহ। বিশ্বাস করা হয় যে নবরাত্রি (Navratri) এর নবম দিনে, মা সিদ্ধিদাত্রীর আরাধনা করলে একজন ব্যক্তির সমস্ত জাগতিক এবং অতীন্দ্রিয় ইচ্ছা পূরণ হয় । মা ভক্তের সব ইচ্ছা পূরণ করেন।


আজ নবরাত্রি ২০২৪ (Navratri 2024) এর শেষ দিন অর্থাৎ নবম দিন। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে। প্রত্যেক তিথিতে, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে। নবরাত্রি (Navratri) এর শেষদিন অর্থাৎ নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন ‘সিদ্ধিদাত্রী (Siddhidatri)’ রূপে। এটি নবদুর্গার শেষ রূপ। সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা। দেবী হলেন সিদ্ধি, সফলতাদাত্রী এবং পরিপূর্ণতা দাত্রী।


দেবী সিদ্ধিদাত্রী । Siddhidatri Devi :
মা সিদ্ধিদাত্রীকে অণিমা, লঘিমা, প্রপ্তি, প্রাকাম্য, মহিমা, ইশিত্বা, বশীত্ব, সর্বকামবসয়িতা, সর্বজনত্ব, দ্বারশ্রবণ, পরকায়প্রবাসনা, বাকা সিদ্ধি, কল্পবৃক্ষ, সৃষ্টি, ধ্বংস শক্তি, অমরত্ব, সর্ব বিচার, ন্যায়বিচার নামেও আরাধনা করা হয় । পদ্ম ফুলের আসনে বসেন মা সিদ্ধিদাত্রী (Siddhidatri)। মায়ের বাহন সিংহ। বিশ্বাস করা হয় যে নবরাত্রি (Navratri) এর নবম দিনে, মা সিদ্ধিদাত্রীর আরাধনা করলে একজন ব্যক্তির সমস্ত জাগতিক এবং অতীন্দ্রিয় ইচ্ছা পূরণ হয় । মা ভক্তের সব ইচ্ছা পূরণ করেন।

Trending Updates


দেবী সিদ্ধিদাত্রীকে সন্তুষ্ট করতে এই দিন খুব ভোরে উঠে স্নান করে দেবী দুর্গার বেদি স্থাপন করার প্রচলন রয়েছে। তারপর বেদীটি স্থাপন করা হলে তার উপর মা সিদ্ধিদাত্রীর প্রতিমা বা মূর্তি রেখে মা সিদ্ধিদাত্রীকে ফুল অর্পণ করুন। মাকে ডালিম ফল নিবেদন করুন। তারপর নৈবেদ্য । মা সিদ্ধিদাত্রীকে মিষ্টি, পঞ্চামৃত এবং ঘরে তৈরি খাবার অর্পণ করুন। এই দিনে হোম যজ্ঞও করা হয় । শাস্ত্র মতে এই দিনে কন্যাপূজাও করা হয়। 
মা সিদ্ধিদাত্রীর কৃপায় ভগবান শঙ্করের অর্ধেক দেহ ছিল দেবীর। এই কারণে তাঁকে অর্ধনারীশ্বরও বলা হয়। রীতি অনুযায়ী, নবমী তিথিতে ভক্তরা সবুজ বস্ত্র পরিধান করে দেবী সিদ্ধিদাত্রীকে পুজো করে থাকেন। হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী সিদ্ধিদাত্রী শুক্লপক্ষ পরিচালনা করেন। যারা এই গ্রহের অশুভ প্রভাবে ভুগছেন তাদের অবশ্যই এর বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে তাঁকে মন ভরে পূজা করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File