ফের বলিউডে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী জেনেলিয়া, দীর্ঘদিন পর নিজের ভক্তদের জন্য নিয়ে আসছেন বড় চমক

Saturday, October 29 2022, 3:29 pm
ফের বলিউডে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী জেনেলিয়া, দীর্ঘদিন পর নিজের ভক্তদের জন্য নিয়ে আসছেন বড় চমক
highlightKey Highlights

একটি মরাঠি ছবির হাত ধরে পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি রীতেশ-জেনেলিয়া। সম্প্রতি নিজেদের ছবি ‘বেদ’ এর একাধিক পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী।


রুপোলি পর্দায় আবার প্রত্যাবর্তন ঘটছে বলিপাড়ার জেনেলিয়া ডি’সুজার। যে ছবির হাত ধরে আবার জেনেলিয়াকে দেখা যাবে, সেই ছবিতে চমক রয়েছে। এই ছবির নায়ক ও পরিচালকের ভূমিকায় রয়েছেন জেনেলিয়ার স্বামী তথা অভিনেতা রীতেশ দেশমুখ। এই ছবির হাত ধরেই প্রথম বার পরিচালক হিসাবে ইনিংস শুরু করছেন রীতেশ। 

ছবির নাম ‘বেদ’। এটি মরাঠি ছবি। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ করেছেন জেনেলিয়া। ছবির পোস্টারে একেবারে অন্য রকম ভাবে পাওয়া গিয়েছে জেনেলিয়াকে। পোস্টারে দেখা গিয়েছে, রীতেশের গালভর্তি দাড়ি, উস্কোখুস্কো চুল। এই অবতারে মুখে সিগারেট জ্বালাচ্ছেন নায়ক। সব মিলিয়ে ছবির পোস্টার ঘিরে কৌতূহল তৈরি হয়েছে তাঁদের ভক্তদের মধ্যে। 

ছবির পোস্টার টুইট করে জেনেলিয়া লিখেছেন, ‘‘মহারাষ্ট্রে আমার জন্ম। তার পর অভিনয় শুরু করি। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় একাধিক ছবি করেছি। মানুষের অনেক ভালবাসা পেয়েছি। মরাঠিতে প্রথম কাজ করলাম। তা-ও আবার রীতেশে সঙ্গে। পরিচালক হিসাবে ওর প্রথম কাজ। মরাঠিতে কাজ করতে পেরে মনে হচ্ছে যেন, একটা বৃত্ত সম্পূর্ণ হল।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File