New Rule From June | আধার কার্ড আপডেট থেকে শুরু করে নতুন ড্রাইভিং লাইসেন্স, প্যান-আধার লিঙ্কিং-সহ একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম!

Friday, May 31 2024, 12:54 pm
highlightKey Highlights

প্রত্যেক মাসেই অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়। আগামী মাসে অর্থাৎ জুন মাসেও সেরকমই পরিবর্তন করা হয়েছে অনেকক্ষেত্রে। নতুন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু , আধার কার্ড আপডেট, প্যান-আধার লিঙ্কিং, এলপিজি সিলিন্ডারের দাম ও ব্যাঙ্ক ছুটির সঙ্গে সম্পর্কিত নতুন নিয়ম। দেখে নিন ১লা জুন থেকে কী কী নিয়ম বদলাচ্ছে এবং জারি হচ্ছে কী কী নয়া নিয়ম।


১লা জুন শেষ হচ্ছে লোকসভা নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু সেই এই দিন থেকে শুরু হবে বেশ কিছু ক্ষেত্রে নয়া নিয়ম। যার প্রভাব পড়তে পারে আপনার নিত্যদিনের জীবনে। এর মধ্যে রয়েছে, নতুন ড্রাইভিং লাইসেন্সের নিয়ম, আধার কার্ড আপডেট, প্যান-আধার লিঙ্কিং, এলপিজি সিলিন্ডারের দাম ও ব্যাঙ্ক ছুটির সঙ্গে সম্পর্কিত নতুন নিয়ম (new rules)। দেখে নিন ১লা জুন থেকে কী কী নিয়ম বদলাচ্ছে এবং জারি হচ্ছে কী কী নয়া নিয়ম।

প্রত্যেক মাসেই অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়
প্রত্যেক মাসেই অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়

প্রতি মাসের প্রথম দিনই এলপিজি সিলিন্ডারের মূল্য পুনর্বিবেচনা করা হয় এবং নতুন মূল্য নির্ধারিত হয়। মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। গত কয়েক মাস ধরে সেটাই হচ্ছে। তবে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের হেরফের করা হয়েছে। গত ৯ মার্চ থেকে অবশ্য ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম অপরিবর্তিত আছে। মনে করা হচ্ছে এবারও দাম কমতেই পারে। একই ভাবে পেট্রল ও ডিজেলের দামও পরিবর্তন হতে পারে মাস পয়লা থেকে।

ট্রাফিক সংক্রন্ত নিয়ম :  

১লা জুন থেকে বদলে যাবে একাধিক ট্রাফিক নিয়ম (traffic rules)। নির্ধারিত সীমার থেকে জোরে গাড়ি চালালে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে জরিমানা করা হয়। ১ জুন থেকে সেই টাকাই নেওয়া হবে। তবে কোনও নাবালক গাড়ি চালালে তার ক্ষেত্রে এবার থেকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। গাড়ির মালিকের রেজিস্ট্রেশন বাতিল হবে। এবং সেই নাবালক ২৫ বছর না হওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন না। এছাড়াও, পরিবেশ দূষণ রুখতে নয় লাখ পুরনো সরকারি গাড়ি বাতিল করা হবে। ট্রাফিক নিয়ম (traffic rules) অনুযায়ী, প্রায় ৯ লক্ষ পুরনো সরকারি যানবাহনকে বন্ধ রেখে এবং গাড়ি থেকে নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণকে রোধ করতেও কড়া হচ্ছে প্রশাসন। 

আধার কার্ড আপডেট :

আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকরা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার uidai gov in-র তরফে জানানো হয়েছে, ১৪ জুন পর্যন্ত myaadhaar পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। আর অফলাইনে সেই কাজটা করতে গেলে ৫০ টাকা লাগবে।  

১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন
১৪ জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন

প্যান-আধার লিঙ্ক :

৩১ মে প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ। আয়কর বিভাগ ২৮মে এই বিষয়ে একটি নোটিস দেয়। এই বিষয়ে আয়কর বিভাগ  ৩১মে, ২০২৪এর মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার আহ্বান জানিয়েছিল। আইটি বিভাগ আরও জানিয়েছে, যারা সময়সীমার মধ্যে এই কাজ করতে ব্যর্থ হবেন তাদের আরও বেশি (TDS) কাটা হবে। 

ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নয়া নিয়ম :

১ জুন থেকে একগুচ্ছ নতুন নিয়ম (new rules) চালু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক। নয়া নিয়ম অনুযায়ী, আঞ্চলিক পরিবহণ অফিসে না গিয়েও ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। সরকার অনুমোদিত বেসরকারি কেন্দ্রে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। 

 জুন মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা :

২০২৪সালের জুন মাসে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন (রবিবার) এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে৷ রাজা সংক্রান্তি এবং ঈদ-উল-আযহার জাতীয় ছুটির মতো আঞ্চলিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০২৪সালের জুন মাসে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে
২০২৪সালের জুন মাসে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে

প্রত্যেক মাসেই অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়। আগামী মাসে অর্থাৎ জুন মাসেও সেরকমই পরিবর্তন করা হয়েছে অনেকক্ষেত্রে। যা আপনি জেনে রাখলে পাবেন অনেক উপকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File