আগামী শুক্রবার থেকে ১৮ ঊর্ধ্বদের জন্যও বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা, সিদ্ধান্ত নিল কেন্দ্র

Wednesday, July 13 2022, 11:43 am
highlightKey Highlights

দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিল। ১৫ই জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে।


আগামী ১৫ই জুলাই থেকে ৭৫ দিন পর্যন্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠকের আয়োজন করা হয়েছিল তা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সম্প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য করোনার দ্বিতীয় টিকা এবং বুস্টার টিকার মধ্যবর্তী সময়ের ব্যবধান কম করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা জারি হওয়া নয়া নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্করা দ্বিতীয় টিকা নেওয়ার ছ’মাস পর বুস্টার টিকা নিতে পারবেন। সেই অনুযায়ী, কোউইন অ্যাপেও প্রয়োজনীয় বদল আনা হয়েছে। তার পরেই বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার ঘোষণা করল কেন্দ্র।

মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘‘স্বাধীনতার ৭৫তম বর্ষের উদ্‌‌যাপন হচ্ছে দেশে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File