খেলাধুলা

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ফিফা বিশ্বকাপ, কাতার বিশ্বকে স্বাগত জানাল সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ফিফা বিশ্বকাপ, কাতার বিশ্বকে স্বাগত জানাল সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে
Key Highlights

কাতারে এবারের ফিফা বিশ্বকাপ আয়োজিত হল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটি হলো আল খরের আল বাইত স্টেডিয়ামে। গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানানোর বার্তা দেওয়া হল বিশ্ববাসীকে।

নাচ-গানের মাধ্যমে বেদুইনের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য  তুলে ধরা হলো এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো থেকে শুরু করে ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

সমস্ত দেশ, সমস্ত সম্প্রদায়ের কথা মাথায় রেখেই এবারের ফিফা বিশ্বকাপ আয়োজন করা হল

ফিফা বিশ্বকাপের উদ্বোধনের কাউন্টডাউনের সময় দেখা গেল অফিসিয়াল ম্যাসকট লা'ইব (La'eeb)-কে। এরপরই বর্ণনাকারীর ভূমিকায় মঞ্চে ওঠেন কিংবদন্তি মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যান। তাঁর সঙ্গে ছিলেন ঘানিম আল মুফাতা এবং ডানা। কাতারের মহিলারা যেমন মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন, তেমনই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উট। এলইডি স্টিক নিয়ে মঞ্চে হাজির হন শিল্পীরা, ভলান্টিয়াররা প্রবেশ করেন অংশগ্রহণকারী ৩২টি দেশের বিশাল পতাকা নিয়ে।

নৃত্যশিল্পীরা আগের বিভিন্ন বিশ্বকাপের থিম সংয়ের তালে পা মেলান। বেজে ওঠে শাকিরার ওয়াকা ওয়াকা থেকে শুরু করে রিকি মার্টিনের আলে আলে আলে। নৃত্যশিল্পীদের নিয়ে মাতিয়ে দেন বিটিএসের জুং কুক। প্রত্যাশিতভাবেই তিনি ড্রিমারস পারফর্ম করেন। তাঁর পারফরম্যান্সের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় তা হলো, চার বছর অন্তর বিশ্বকাপ হয় এবং মাঠে ও মাঠের বাইরে অসাধারণ দৃষ্টান্ত তৈরি করে থাকে। বৃহদাকৃতির ম্যাসকট লা'ইব স্বাগত জানায় দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের সর্বকনিষ্ঠ শিল্পী ফাহাদ আল কুবাইসিকে। ফ্রিম্যান বলেন, ফুটবল বিশ্বজুড়ে রয়েছে। এই খেলার প্রতি সকলের ভালোবাসার মাধ্যমে ফুটবল গোটা বিশ্বকে একত্রিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে বিশ্ববাসীকে স্বাগত জানান কাতারের রাজা বা আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাঁর বক্তব্যের শেষে ছিল জমকালো আলো ও আতসবাজির প্রদর্শনী। এর মাধ্যমে উপস্থাপিত হয় বিশ্বকাপের ম্য়াসকট, অংশগ্রহণকারী দেশগুলির পতাকা ও জার্সি। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এই স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে।



Kolkata | জন্মদিনের পার্টিতে তরুণীকে ‘গণধর্ষণ’! হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, চাঞ্চল্য এলাকায়
Weather Update | ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা মহানগরীতে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
PM Modi Met Droupadi Murmu | রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Deucha Panchami | ডেউচা পাঁচামিতে কনস্টেবলের চাকরি পেলেন আরও ৩০৬ জন জমিদাতা!
SBI | আগামীকাল ১ ঘন্টার জন্যে বন্ধ থাকবে SBI YONO ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, স্বাভাবিক থাকবে কোন গুলি?
Krishnanagar | কৃষ্ণনগরে ঈশিতা খুনের ঘটনায় আটক দেশরাজ-কুলদীপ, দেশরাজের বাবাকে গ্রেপ্তারিতে বাঁধা BSF-এর!
Breaking News | জন্মদিনের পার্টিতে তরুণীকে ‘গণধর্ষণ’! হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, চাঞ্চল্য এলাকায়