সৌদি আরব হতে পারে পরবর্তী ডেস্টিনেশন! রোনাল্ডোর দলবদল প্রসঙ্গে কী বলছেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী

Thursday, November 24 2022, 3:08 pm
highlightKey Highlights

বিশ্ব ফুটবলের কাছে বর্তমানে বড় প্রশ্ন, ইংল্যান্ডের ক্লাব ত্যাগ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরবর্তী ঠিকানা কি সৌদি আরব হতে পারে?


ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ম্যানেজমেন্টের আসল চেহারাটা জনসমক্ষে এনে যৌথ সিদ্ধান্তের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ড ইংল্যান্ডের ক্লাব ত্যাগ করেছেন।

সৌদি আরবিয়ার ক্লাবে কি যুক্ত হবেন রোনাল্ডো? বর্তমানে রোনাল্ডোর কাছে মাছের চোখ বিশ্বকাপ, তাই লক্ষ্যভেদে মনোনিবেশ করছেন

গত মঙ্গলবার রোনাল্ডো ম্যান ইউ-এর অভ্যন্তরীন অব্যবস্থা এবং কোচের অপদার্থতার বিষয়ে জানিয়েছেন এবং এর ফলে চুক্তিতে ছেদ পড়ে। বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ছেড়ে দিচ্ছেন রোনাল্ড তবে অন্যদিকে সৌদি আরবের একটি ক্লাব তাঁকে প্রায় ৩৬০ মিলিয়ন ডলারের দুই বছরের চুক্তি অফার করলে সেই অফারও রোনাল্ডো বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন।

Trending Updates

সৌদি আরবিয়ার ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুরকি আল-ফয়সল এ প্রসঙ্গে জানান যে, তাঁর কোনও কিছু জানা নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি কিছুই জানি না, এটা সরাসরি উত্তর। আমিও একই জিনিস পড়েছি যেমনটা আপনারা খবরে পড়েছেন। আমি জানিনা ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী।' তাঁর থেকে জানতে চাওয়া হয় তিনি কি চান রোনাল্ডোকে সৌদি আরবিয়ার খেলতে দেখতে? এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'কেন নয়? আমাদের শক্তিশালী লিগ রয়েছে। যেখানে প্রতি দলে ৭ জন করে বিদেশি খেলেন এবং সেটা বাড়ানোর পরিকল্পনা করছি আমরা। এশিয়ার সর্বোচ্চ স্তরে আমাদের দলগুলো খেলে। সৌদিতে শক্তিশালী ফুটবল। তা হলে কেন নয়?'

পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেন্টার ইউনাইটেডের একাধিক বিষয় নিয়ে সমালোচনা করেছেন ম্যান ইউ। তিনি জানিয়েছেন, ক্লাবের কিছু জন তাঁকে এই দলের হয়ে খেলতে দেখতে চান না। রোনাল্ডোর যৌথ সম্মতিতে চুক্তি ছেদ করায় বাকি ১৭ মিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড পাবেন না।

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম তারকা এবং পর্তুগালের জাতীয় দলে রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজ জানিয়েছেন প্রত্যেকের উচিৎ রোনাল্ডোর সিদ্ধান্তকে সম্মান জানানো। তিনি বলেছেন, 'আমি একেবারেই অস্বস্তি বোধ করব না (রোনাল্ডোর সঙ্গে খেলার বিষয়ে)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডর সঙ্গে জাতীয় দলে খেলতে পারাটা সম্মানের। ক্রিশ্চিয়ানোর সঙ্গে ক্লাবের হয়ে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো, কিন্তু কোনও কিছুই চিরন্তন নয়।

ক্রিশ্চিয়ানো নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের উচিৎ তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো। আমরা জানি বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে কী গুরুত্ব রাখে এবং আমি নিশ্চিত সেটাই ওর ফোকাস। এটা ওর সিদ্ধান্ত। আমরা জাতীয় দল নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে ফোকাসড। আমরা চ্যাম্পিয়নশিপে রয়েছে যেটা প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন। আমাদের ১০০ শতাংশ ফোকাসই জাতীয় দলের উপর এবং আমরা খুব ভাল মতো জানি আমাদের কী করতে হবে।'

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যথেষ্ট ফোকাসড বিশ্বকাপকে ঘিরে। ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। রোনাল্ডোর এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে। কাতারে নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File