FIFA The Best 2023 | ফের 'ফিফা দ্য বেস্ট মেসিই! বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি! দেখুন বর্ষসেরার তালিকায় রয়েছেন কে কে?

Tuesday, January 16 2024, 7:54 am
highlightKey Highlights

ফিফা দ্য বেস্ট ২০২৩-এ বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতলেন লিওনেল মেসি। অনুষ্ঠানে ঘোষিত বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন।


'ফিফা দ্য বেস্ট' ২০২৩ (FIFA the best 2023) এ কে 'বেস্ট' পুরুষ ফুটবলার হপ্যেন তা নিয়ে চলছিল নানান আলোচনা। 'দ্য বেস্টে'র তালিকায় অনেকের নাম থাকলেও এগিয়ে ছিলেন এরলিং হাল্যান্ড (Erling Haaland), তবে সকলকে পেছনে ফেলে ফের আরেকবার 'বেস্ট' এর শিরোপা জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। অন্যদিকে বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতলেন আইতানা বোনমাতি (Aitana Bonmatí)। দেখে নিন ফিফা বর্ষসেরার কোন পুরস্কার কে জিতলেন।

ফিফা দ্য বেস্ট ২০২৩-এ বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতলেন লিওনেল মেসি
ফিফা দ্য বেস্ট ২০২৩-এ বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতলেন লিওনেল মেসি

বিশ্বকাপ জেতার পর গত বছর লিওনেল মেসি পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি’অর। এরপর সোমবার লন্ডনে ফিফার সর্বোচ্চ পুরস্কারও গেল তাঁর দখলে। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে টপকে 'ফিফা দ্য বেস্ট' ২০২৩ (FIFA the best 2023) হলেন মেসি। তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার নেন নেন থিয়েরি হেনরি। উল্লেখ্য, এই নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন মেসি, সব মিলিয়ে মোট তিনবার জিতলেন।

৩৭ বছর বয়সে এসেও মেসি এখনও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের তাককাদের সঙ্গে। ফিফার ওয়েবসাইট অনুযায়ী, দ্য বেস্ট পুরস্কার জেতার দিক থেকে মেসি ও হাল্যান্ডের পয়েন্ট একই, ৪৮। তবে মেসি জাতীয় দলের অধিনায়কদের ভোটে জিতলেন। এখানেই পিছনে পড়ে যান হাল্যান্ড। নিয়ম অনুযায়ী, পয়েন্ট টাই হলে সেক্ষেত্রে জাতীয় দলের অধিনায়কদের প্রথম ভোটটা দেখা হবে, সেই বিচারেই মেসি এগিয়ে যান। ফলে ক্লাব ফুটবলে ত্রিমুকুট জিতলেও তাঁর দ্য বেস্ট হওয়া হল না। অন্যদিকে ৩৮ পয়েন্ট পেয়েছেন কিলিয়ান এমবাপে।

এই নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন মেসি
এই নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন মেসি

বর্ষসেরা নারী ফুটবলার-আইতানা বোনমাতি :

বর্ষসেরা মহিলা ফুটবলারের খেতাব অর্জন করেন আইতানা বোনমাতি (Aitana Bonmatí)। বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের তারকা আইতানা বোনমাতি নারী বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। ২০২৪ সালের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্পেনকে শিরোপা উপহার দেবার স্বীকৃতি হিসেবে বোনমাতি ব্যালন ডি’অর জয় করেছেন। তবে খেলোয়াড়ের ক্যারিয়ারে এই প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের মর্যাদা পেলেন বোনমাতি। গত বছর তারই জাতীয় দলের আরেক সতীর্থ অ্যালেক্সিয়া পুটেলাস এ ট্রফি জয় করেছিলেন।

ফিফা বর্ষসেরা পুরুষ কোচ-পেপ গার্দিওলা :

ফিফা বর্ষসেরা পুরুষ কোচের খেতাব জিতলেন পেপ গার্দিওলা (Pep Guardiola)। ম্যানচেস্টার সিটিকে ক্লাবটির ইতিহাসের সেরা বছরটি উপহার দিয়ে ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে হট ফেভারিট ছিলেন পেপ গার্দিওলা। এই নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরার খেতাব অর্জন করলেন গার্দিওলা।

ফিফা বর্ষসেরা নারী কোচ-সারিনা ভাইগমান :

সেরা নারী কোচের খেতাব জিতেছেন সারিনা ভাইগমান (Sarina Vaigman)। ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা এই নিয়ে টানা দ্বিতীয় ও মোট চতুর্থবার সেরা নির্বাচিত হলেন। ২০১৭ সালে প্রথমবার জয়ের পর ২০২০ ও ২০২২ সালেও পুরস্কারটি জেতেন তিনি।

ফিফা বর্ষসেরা পুরুষ ও মহিলা কোচের খেতাব জিতলেন পেপ গার্দিওলা ও  সারিনা ভাইগমান 
ফিফা বর্ষসেরা পুরুষ ও মহিলা কোচের খেতাব জিতলেন পেপ গার্দিওলা ও সারিনা ভাইগমান 

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক- এডারসন :

মরক্কোর ইয়াসিন বুনো ও বেলজিয়ামের থিবো কোর্তোয়াকে পেছনে ফেলেছেন এডারসন। আগের মৌসুমে দারুণ এক সময় পার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ট্রেবল জয় পূর্ণ করা দলটির হয়ে পুরো সময়ে গোলবার সামলেছেন এই ব্রাজিলিয়ান।

বর্ষসেরা নারী গোলরক্ষক- ম্যারি ইয়ার্পস :

মেয়েদের ফুটবলের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাউটেডের ম্যারি ইয়ার্পস (Mary Earps)। এ বছরের ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশেও আছেন ইংল্যান্ডের ৩০ বছর বয়সী এই ফুটবলার ম্যারি ইয়ার্পস (Mary Earps)।

বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষকের খেতাব জিতলেন এডারসন ও ম্যারি ইয়ার্পস 
বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষকের খেতাব জিতলেন এডারসন ও ম্যারি ইয়ার্পস 

পুসকাস অ্যওয়ার্ড :

পুসকাস অ্যওয়ার্ড বিজয়ী (Puskas Award Winners) হিসেবে বতাফোগোর ২৩ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মাদ্রুগার নাম ঘোষণ করা হয়। সুন্দরতম গোলের পুরস্কার পেতে মাদ্রুগা পেছনে ফেলেন ব্রাইটন অ্যান্ড হুভ অ্যালবিওনের হুলিও এন্সিসকো ও স্পোর্টিং সিপির নুনো সান্তোসকে। ব্রাজিলের সেরি বি’র ম্যাচে গত ২৭ জুন নভোরিজন্তিনোর বিপক্ষে জয়সূচক গোলটি করেন পুসকাস অ্যওয়ার্ড বিজয়ী (Puskas Award Winners) মাদ্রুগা। ৯১ হাজার ফুটবল ভক্ত ও জুরিরা সেটিকেই বেছে নেন পুসকাস অ্যাওয়ার্ডের জন্য। বছরের সুন্দরতম গোলের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ  :

  • গোলকিপার – থিবো কর্তোয়া ;
  •  রক্ষণভাগ – রুবিন দিয়াজ, জন স্টোনস, কাইল ওয়াকার ; 
  • মাঝমাঠ – জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন ও বার্নান্দো সিলভা ;
  •  আক্রমণভাগ – লিওনেল মেসি, আর্লিং হলান্ড, ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

মেয়েদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ :

  • গোলকিপার – মেরি ইয়ার্পস  ; 
  • রক্ষণভাগ – লুসি ব্রোঞ্জ, ওগলা কারমোনা, অ্যালেক্স গ্রিনউড;
  • মাঝমাঠ – আইতানা বোনমাতি, ইল্লা টনি, কাইরা ওয়ালশ;
  • আক্রমণভাগ – লওরেন জেমস, স্যাম কের, অ্যালেক্স মরগান ও অ্যালিসিয়া রুসো।
লন্ডনে  ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়
লন্ডনে  ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়

উল্লেখ্য, লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানে পনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে হারিয়ে সেরার শিরোপা উঠবে আরলিং হল্যান্ডের মাথায়। অবশ্য দুই প্রজন্মের দুই সেরা ফুটবলারের মধ্য়ে ভোটিংয়ের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File