আপনার শরীরে ফ্যাটি লিভার থাকলে কী কী লক্ষণ দেখা যায়? জেনে নেওয়া যাক চিকিৎসকদের মতামত

Thursday, July 7 2022, 12:46 pm
highlightKey Highlights

ফ্যাটি লিভার একটি গুরুতর রোগ। এই রোগটির ক্ষেত্রে ঠিক সময়ে ব্যবস্থা না নিলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই সতর্ক থাকতে জানুন এই রোগের কয়েকটি লক্ষণ সম্পর্কে


ফ্যাটি লিভার রোগটি এখন ঘরে ঘরে। প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান। এক্ষেত্রে প্রাথমিকভাবে রোগ লক্ষণ বুঝে উঠতে না পারলেও, অসুখ একটু এগিয়ে গিয়ে থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

কোন কোন লক্ষণ দেখা যায়? জানুন কীভাবে এই রোগ নির্ণয় সম্ভব

আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ  ডা: রুদ্রজিৎ পাল জানালেন, ফ্যাটি লিভার শরীরের ভিতরে থাকা টাইম বোম। এক্ষেত্রে ঠিক সময়ে ব্যবস্থা না নিলে হতে পারে লিভার সিরোসিস (Cirrhosis)। আর লিভার সিরোসিস খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। এই রোগ থাকলে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় এর থেকে লিভার ক্যানসার (Liver Cancer)ও হতে পারে। তাই সতর্ক হয়ে যান। নইলে সমস্যা আরও বাড়বে বই কমবে না।

Trending Updates

তিনি আরও জানালেন, সন্দেহ হলে প্রথমে লিভার ফাংশন টেস্ট দেওয়া হয়। লিভার এনজাইম বেশি থাকলে করা হয় আলট্রাসোনোগ্রাফি। এছাড়া সমস্যার গভীরে জানতে লিভারের এমআরআই (MRI) করা যেতে পারে। মোটামুটি এই কয়েকটি টেস্ট দেখেই সমস্যা বোঝা সম্ভব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File