Caste Certificate । এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বৈধ থাকবে না জাতি শংসাপত্র! কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের!
Tuesday, July 16 2024, 7:54 am

জাতি শংসাপত্র নিয়ে বড় রায় দিলো ছত্তিসগড় হাইকোর্ট। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বৈধ থাকবে না জাতি শংসাপত্র।
জাতি শংসাপত্র নিয়ে বড় রায় দিলো ছত্তিসগড় হাইকোর্ট। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বৈধ থাকবে না জাতি শংসাপত্র। এমনকি ২টি রাজ্যেই তারা তপশিলি উপজাতি হিসাবে তালিকাভুক্ত থাকলেও শংসাপত্র বৈধতা হারাবে। এক ব্যক্তি রাজস্থান থেকে এসে ছত্তিসগড়ে বসবাস শুরু করে ছত্তিসগড়েও তপশিলি উপজাতির স্বীকৃতি দাবি করেন। কিন্তু কাস্ট স্ক্রুটিনি কমিটি রিপোর্ট দিয়ে জানায় সে নায়েক সম্প্রদায়ভুক্ত। যা ছত্তিসগড়ে তপশিলি উপজাতির তালিকাভুক্ত নয়। এরপরই কাস্ট স্ক্রুটিনি কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন মামলাকারী।