সিদ্ধার্থ-কিয়ারা বিবাহ প্রসঙ্গে অভিনেত্রীর পর এবার মুখ খুললেন সিদ্ধার্থ, প্রকাশ্যে আনলেন আসল সত্য

Friday, October 14 2022, 6:35 pm
highlightKey Highlights

অভিনেত্রী কিয়ারা আডবাণী সম্প্রতি তাঁর বিবাহ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান। আর এবার সেই একই প্রসঙ্গে কথা বললেন সিদ্ধার্থ মলহোত্রা।


সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবাণী বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত এক জুটি। পর্দায় যেমন তাঁদের রসায়ন নজর কেড়েছে দর্শকের, তেমনই বাস্তবে তাঁদের সম্পর্ক নিয়ে রটছে নানা গুঞ্জন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। কিছুদিন আগে কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ কিয়ারা আডবাণীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সিদ্ধার্থ মালহোত্রা। 

কিয়ারা সঙ্গে বিয়ে প্রসঙ্গে কী বললেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা?

আগামী বছর অর্থাৎ ২০২৩-এর এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। এছাড়াও জানা গিয়েছে, দুই তারকা আইনি বিবাহ সেরে ফেলার পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের জন্য গ্র্যান্ড পার্টির ও আয়োজন করবেন। এরকম বহু চর্চার পর এবার কিয়ারার সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিয়ে নিজের বক্তব্য জানালেন সিদ্ধার্থ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, কিয়ারা আডবাণীর সঙ্গে যদি তাঁর বিয়ে সত্যিই হয়, তাহলে তা লুকিয়ে রাখা সম্ভব নয়। এটা তাঁর কাছে গোপন করা অত্যন্ত কষ্টকর একটা কাজ হবে।

Trending Updates

সিদ্ধার্থ বললেন, 'এই সমস্ত খবর আজ আর আমাকে বিরক্ত করে না। বলিউডে ১০টা বছর কাটিয়ে ফেলেছি। তাই মনে হয় না আজ আর কোনও গুঞ্জন আমার উপর কোনও প্রভাবে ফেলতে পারবে বলে। আমার তো মনে হয়, আজকের দিনে বিয়ের মতো কোনও খবর লুকিয়ে রাখা বেশ কষ্টকর একটা কাজ। আমাদের এটা অনুভব করা প্রয়োজন যে, কোনও না কোনও মাধ্যমে সত্যি খবরটা ঠিক বেরিয়ে আসে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File