কিছু দৃশ্যে গায়ে কাঁটা দেয়! অপরাজিত’ দেখে প্রশংসায় পঞ্চমুখ সত্যজিৎ পুত্র সন্দীপ রায়
ছবির প্রয়োজনে বেশ কিছু মুহূর্ত নতুন ভাবে পুননির্মাণ করেছেন পরিচালক অনীক। 'প্রত্যেক অভিনেতা তাঁর চরিত্রে যথাযথ', ‘অপরাজিত’ দেখে এমনই বক্তব্য সত্যজিৎ-পুত্রের।
১৩ জুন অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘অপরাজিত’। দর্শকের কাছে সত্যজিৎ রায় এখনও আবেগ তাই তাঁর জীবন কাহিনী নিয়ে তৈরী সিনেমা দেখতে মুখিয়ে ছিলেন সকলেই। বড় পর্দায় নিজের বাবাকে প্রথম দেখে একই ভাবে আবেগতাড়িত সন্দীপ রায়ও।
কিছু দৃশ্যে গায়ে কাঁটা দেয়! দর্শকদের বসিয়ে রাখবে ‘অপরাজিত’, বললেন সন্দীপ রায়
‘অপরাজিত’র পরিচালক অনীক দত্তের সঙ্গে বসেই ছবিটি দেখলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। তার পরেই উচ্ছ্বসিত প্রশংসা, ‘‘যথেষ্ট ভাল অভিনয় করেছেন সবাই। কিছু কিছু দৃশ্য তো গায়ে কাঁটা দেয়!’’ সন্দীপের প্রশংসায় চওড়া হাসি অনীকের মুখে। পরিচালকের চোখে-মুখে ফুটে ওঠে যুদ্ধজয়ের পরিতৃপ্তি।
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি মূলত এই ছবির পটভূমি। ছবিতে সত্যজিৎ নাম পরিবর্তে ‘অপরাজিত রায়’ এর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জিতু কমল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের চরিত্র সর্বজয়া, হরিহর, অপু, দুর্গা, ইন্দির ঠাকুরণ ছাড়াও রয়েছেন পরিচালকের স্ত্রী বিজয়া রায় (সায়নী ঘোষ), শিশু সন্দীপ রায় (শিশু শিল্পী), বন্ধু পরিচালক এবং সমালোচক চিদানন্দ দাশগুপ্ত, শমীক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রত্যেক অভিনেতা তাঁর চরিত্রে যথাযথ। ছবি দেখে এমনই বক্তব্য সত্যজিৎ-পুত্রের।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- অপরাজিত
- সত্যজিৎ রায়
- জিতু কমল
- অনিক দত্ত
- সন্দীপ রায়