বলিউডে ডেবিউ করছেন বঙ্গতনয়া প্রিয়াঙ্কা ভট্টাচার্য, ঘোষণা করলেন নতুন ছবির নাম

Friday, April 22 2022, 3:31 pm
highlightKey Highlights

কিছুদিন আগেই জাতীয় স্তরে মিউজিক ভিডিয়োতে প্রথম কাজ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 'গুড়িয়া রানি'র পর এবার বলিউড ছবিতে ডেবিউ করছেন অভিনেত্রী।


ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিয়োতে চুটিয়ে নিজের অভিনয় দক্ষতার প্রকাশ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সদ্য শেষ হয়েছে জি বাংলায় তাঁর অভিনীত ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক। সেখানে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও মাস খানেক আগেই জাতীয় স্তরে ‘গুড়িয়া রানি’ মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তিনি। এবার পালা বলিউডে নিজের জায়গা তৈরি করার। 

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যের মুকুটে নয়া পালক! শীঘ্রই বলিউডে করতে চলেছেন আত্মপ্রকাশ

এবার প্রিয়াঙ্কার মুকুটে নতুন পালক। 'গুড়িয়া রানি'র পর বলিউড ছবিতে ডেবিউ করছেন প্রিয়াঙ্কা। মুম্বইয়ে ‘তাল্লুক’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করবেন। বলিউডের এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করবেন বিনয় পাঠক এবং অনুপ্রিয়া গোয়েঙ্কার মতো অভিনেতারা। এই ছবির পরিচালনায় শ্রীতমা দত্ত। ছবিতে সম্ভবত অভিনেতা বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। 

Trending Updates

কিছুদিন আগেই ‘এফ‌আইআর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কয়েক মাস ছোটপর্দায় কাজ করেছেন। পরিচালক দীপ মোদকের ‘নেক্রিফিলিয়া’, পাভেলের ‘মন খারাপ’-এর পাশাপাশি বলিউডেও যাত্রা শুরু নায়িকার। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File