Chelsea : ভারতে ৪ টি ম্যাচ খেলবে চেলসা! অধিরাগ্রহী ফুটবল প্রেমীরা

Tuesday, May 31 2022, 6:58 am
highlightKey Highlights

চলতি বছরের অক্টোবর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গন, ভুবনেশ্বর এবং জামশেদপুর মিলিয়ে ভারত সফরে এসে মোট চারটি ম্যাচ খেলবে চেলসি।


ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি অক্টোবর মাসে ভারতে চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে শহর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই (Vivekananda Yuba Bharati Krirangan) হবে দু’টি খেলা। বাকি দু’টি ম্যাচের একটি ভুবনেশ্বরে এবং অন্যটি জামশেদপুরে।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দু’টি ম্যাচের প্রথমটি ২ রা অক্টোবর  সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে। সেই দিন সাদাম্পটনের (Southampton) বিরুদ্ধে খেলবে চেলসি (Chelsea)। কলকাতায় পরের ম্যাচ ১৬ ই অক্টোবর রাত ১০টা থেকে। সেখানে চেলসি মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের (Brentford)। ভারতের চারটি ম্যাচই ইংলিশ প্রিমিয়ার লিগের ( English Premier League) দলের বিরুদ্ধে।

Team Chelsea
Team Chelsea
Trending Updates

এরপর সময়ের ক্রমানুসারে ভুবনেশ্বরের ম্যাচটি হবে ২৩ শে অক্টোবর বিকেল পাঁচটা থেকে। নরউইকের  বিরুদ্ধে খেলবে চেলসি (Narvik vs Chelsea)। জামশেদপুরে চেলসি মুখোমুখি হবে নিউক্যাশেলের (Newcastle vs Chelsea)  । ৩০ শে অক্টোবরের সেই ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File