টেকনোলজি

টুইটারে বড়সড় রদবদল করছেন মাস্ক! কার্যত বর্তমানে ভারতে টুইটারের অফিস শূন্য

টুইটারে বড়সড় রদবদল করছেন মাস্ক! কার্যত বর্তমানে ভারতে টুইটারের অফিস শূন্য
Key Highlights

গত কয়েকদিন হয়েছে টুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক! আর এরপর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

টুইটার সংক্রান্ত বিতর্কের মধ্যেই টুইটারে আরও বড়সড় বদল আনতে চলেছে মাস্ক। এমনটাই ইঙ্গিত মিলেছে। আর এই ইঙ্গিত দেওয়ার পরেই নতুন করে আশঙ্কা টুইটার ইউজাররা। তবে মাস্ক বলছেন, এবার টুইটারকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।

টুইটারের নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হবে!

ইতিমধ্যে ৪৪ মার্কিন ডলার ব্যায়ে বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নিয়েছেন মাস্ক! আর এরপরেই কোম্পানির স্বার্থেও নাকি একের পর এক কর্মী ছাঁটাই করেন তিনি। যদিও এরপরেই মাস্ক বলছেন, টুইটারের নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হবে! তবে বর্তমানকেই তাঁরা অনুসরণ করছেন বলে দাবি টুইটার কর্তার। তবে ঠিক কি বিকশিত কিংবা পরিবর্তন ঘটবে সে বিষয়ে অবশ্য স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।

টুইটারকে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে।

অতিতে বারবার টুইটারকে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে আপত্তিকর বেশ কিছু বিষয় নিয়ে বারবার আলোচনা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে টুইটারে ভুয়ো টুইট ইউজারদের ব্যাপারে আগেই স্পষ্ট করেছিলেন ইলন মাস্ক। এবার স্পষ্ট তথ্য না থাকলে রাতারাতি ভাবে ভুয়ো টুইটার অ্যাকাউন্টগুলিকে স্থগিত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাইভেসি এবং সেফটিকেই জোর দিতে চাইছেন মাস্ক। তা কার্যত স্পষ্ট।

টুইটারের নয়া নিয়মে বলা হয়েছে,ব্যক্তিগত তথ্য যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি মাথায় রাখা হবে। শুধু তাই নয়, অবাধে মানুষ হাতে কথা বলতে পারে সেটিও মাথায় রাখা হচ্ছে বলে মাস্কের ইঙ্গিতে স্পষ্ট। অন্যদিকে বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে ভারতে টুইটারের সবথেকে খারাপ অবস্থা। অন্তত ৯০ শতাংশ স্টাফকে ভারতের অফিস থেকে মাস্ক ছেঁটে ফেলেছেন বলে খবর। Twitter-এর দ্রুত বিকাশের কথা বললেও ইঞ্জিনিয়ার এবং অন্যান্য স্টাফদের লাগাতার ছাঁটাই করছে। ভারতে ২০০ এর বেশি কর্মচারী কাজ করত টুইটারের। ছাঁটাইয়ের পর এই মুহূর্তে ভারতের টুইটারের অফিসে মাত্র কয়েকজন কর্মীই পড়ে রয়েছে। একদিকে জকঝন টুইটারের এই অবস্থা অন্যদিকে ফেসবুকেও ব্যাপক ছাঁটাই হতে চলেছে বলে জানা যাচ্ছে।