সেলিব্রিটি

Elon Musk: নবম সন্তানের বাবা হলেন এলন মাস্ক, এ বার সন্তানের মা এক এগজিকিউটিভ

Elon Musk: নবম সন্তানের বাবা হলেন এলন মাস্ক, এ বার সন্তানের মা এক এগজিকিউটিভ
Key Highlights

২০১৭ সাল থেকে ওই সংস্থায় কর্মরত এলনের যমজ সন্তানের মা। এলনের ভরসাযোগ্যদের একজন তিনি।

টেসলা প্রধান এলন মাস্ক বর্তমানে ন’সন্তানের পিতা। এর আগে তাঁর সাতটি সন্তানের কথা জানা ছিল। সম্প্রতি একটি রিপোর্ট দাবি করেছে, গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বরেই তাঁর আরও দু’টি সন্তানের জন্ম দিয়েছেন তাঁরই সংস্থার এক শীর্ষ কর্তা। 

অষ্টম ও নবম সন্তানের মা হলেন একজন ৩৬ বছর বয়সি এক মহিলা, যিনি  এলনের ভরসাযোগ্য পরিধির একজন বলে পরিচিত। গত এপ্রিলেই তিনি এবং এলন তাঁদের যমজ সন্তানের পদবি হিসেবে এলনের পদবি ব্যবহার করার জন্য আদালতে আবেদন করেছিলেন। অনুমান, সেই আবেদন পত্রটিই কোনওভাবে ফাঁস হয়ে খবর ছড়িয়েছে।

এলনের সংস্থার ওই শীর্ষ কর্তার নাম শিভন জিলিস। শিভন ২০১৭ সাল থেকে কাজ করছেন এলনের ব্রেন চিপ স্টার্টাপ সংস্থা নিউরোলিঙ্কে। নভেম্বরে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর এপ্রিলে শিভন এবং এলন আদালতের দ্বারস্থ হন সন্তানের নামের পদবি হিসেবে ‘তাদের বাবার পদবি ব্যবহার করার অনুমতি চেয়ে। আদলতকে তাঁরা এ-ও জানান যে, দুই সন্তানের মায়ের পদবি ব্যবহার করা হবে সন্তানদের মিডল নেম বা মধ্যবর্তী নাম হিসাবে। যা সাধারণত নাম এবং পদবির মাঝে ব্যবহার করা হয়। মে মাসে আদালত এলন এবং শিভনের সেই আবেদন মঞ্জুর করেছে।

উল্লেখ্য, বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে ধনী এলন দু’বার বিয়ে করেছেন। তাঁর প্রাক্তন স্ত্রী কানাডার লেখিকা জাস্টিন উইলসন। তাঁর গর্ভে পাঁচ সন্তানের পিতা হয়েছেন এলন। দ্বিতীয় স্ত্রী কানাডার গায়িকা গ্রিমসের সঙ্গে দু’টি সন্তান রয়েছে এলনের। এলনের বয়স এখন ৫১। তাঁর সবচেয়ে বড় সন্তান ১৮ উত্তীর্ণা কন্যা সম্প্রতিই নিজের নাম থেকে মাস্কের পদবি বাদ দেওয়ার আবেদন করেছিলেন আদালতে।


Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য