তিনদিন বন্ধ থাকছে ব্যান্ডেল স্টেশনের ট্রেন চলাচল, বিকল্প ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল
Saturday, May 28 2022, 2:28 pm
Key Highlights
আগামী তিনদিনের জন্য বন্ধ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যান্ডেল স্টেশন। জানা যাচ্ছে রেলের কাজের জন্য আগামী ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।
ব্যান্ডেল-চুঁচুড়া, ব্যান্ডেল-ত্রিবেণী, ব্যান্ডেল-খন্যানের মধ্যে বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে রোজকার যাতায়াতে বড়সড় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তবে তার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের তরফে।
পূর্ব রেল এর পক্ষ থেকে কোন কোন বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে জেনে নিন
- শুক্রবার বিকেল ৩টে থেকে চলবে বিশেষ ট্রেন। ৮ জোড়া ট্রেন চলবে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।
- শনিবার সকাল থেকে ১৮ জোড়া বিশেষ ট্রেন চলবে একই রুটে।
- এছাড়া ত্রিবেণী থেকে বর্ধমান, খন্যান ও চুঁচুড়া পর্যন্ত ট্রেন চলবে।
- তবে হাওড়া-তারকেশ্বর লাইনে রোজকার মতোই চলবে ট্রেন।
ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০শে মে সোমবার বিকেল তিনটে – অর্থাত্ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে দু’দিন সম্পূর্ণ ট্রেন চলাচল বন্ধ থাকবে, তাই নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।