আবহাওয়া

WB Weather | বৃষ্টির পরিমাণ বাড়তে চলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা! উত্তরবঙ্গে ভূমিধস ও প্লাবনের আশঙ্কা!

WB Weather | বৃষ্টির পরিমাণ বাড়তে চলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা! উত্তরবঙ্গে ভূমিধস ও প্লাবনের আশঙ্কা!
Key Highlights

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বর্ষার আগমন, বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রায় গোটা উত্তরবঙ্গে।

প্রচন্ড তাপদাহ সহ্য করার পর অবশেষে বঙ্গবাসীকে স্বস্তি দিলো বর্ষা (Monsoon)। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বেশ কিছু দিন আগেই বর্ষার আগমন হয়েছিল উত্তরবঙ্গে (North Bengal)। দিন কয়েক আগে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলাতেও পা রাখে বর্ষাকাল। এবার দক্ষিণবঙ্গের  বাকি জেলাগুলোতেও বর্ষা ঢুকে যাবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

সূত্রের খবর, আগামীকালের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষা ঢুকবে। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram) এবং বাঁকুড়া (Bankura) এই চার জেলাতে। বৃষ্টির সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎও।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঢুকবে মৌসুমী বায়ু। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। বর্ষার আগে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রিতে। যা বর্ষার আসার পর কিছুটা কমেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবারের মধ্যে আরও চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। তবে আদ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও বজায় থাকবে।

এদিন শহর কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। এমনকি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টিও হতে পারে বলে সম্ভাবনা। ফলে দিনে ও রাতে কমতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা বাদেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মেঘলা আকাশ থাকায়  ইতিমধ্যেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আর ও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজও জারি অতি বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বাড়বে মালদহ (Malda) ও দিনাজপুরে (Dinajpur)। পাহাড়ে ভূমিধস (Landslide) ও নীচু এলাকা প্লাবনের (Flood) আশঙ্কা রয়েছে বলে খবর। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় গোটা উত্তরবঙ্গেই। চরম বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার (Cooch Behar) এবং আলিপুরদুয়ার (Alipurduar) এই দুই জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং (Darjeeling),কালিম্পং-সহ (Kalimpong) উপরের দিকের জেলাতে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কারণে তিস্তা (Teesta), তোর্সা (Torsha), জলঢাকা-সহ (Jaldhaka) উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেশ কিছুটা বেড়েছে। যার ফলে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে উত্তরবঙ্গে কিস্হাটা কমতে পারে বৃষ্টির পরিমাণ।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
IPL 2024 | কলকাতার পর আইপিএল ২০২৪-এর প্লে অফে স্থান নিশ্চিত করলো রাজস্থান! বাকি দুই জায়গার জন্য ৫ দলের মধ্যে চলছে লড়াই!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla