অন্যান্য

Driving Licence | RTO-তে দিতে হবে না ড্রাইভিং টেস্ট! ১ জুন থেকে ড্রাইভিং লাইন্স নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্র!

Driving Licence | RTO-তে দিতে হবে না ড্রাইভিং টেস্ট! ১ জুন থেকে ড্রাইভিং লাইন্স নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্র!
Key Highlights

১লা জুন থেকে কার্যকর হবে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নয়া নিয়ম। পুনেতে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণেই নিয়মে বদল আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আগামী মাস থেকেই বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম। সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways) ঘোষণা করেছে, এবার থেকে লাইসেন্স পেতে দৌড়তে হবে না নিকটতম আরটিও অফিস (nearest rto office)-এ। চালকরা সরকারি RTO-এর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও ড্রাইভিং নিয়ে একাধিক নিয়ম চালু করলো কেন্দ্র। 

ড্রাইভিং লাইসেন্স পেতে আর যেতে হবে না আরটিও-তে!

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি ড্রাইভিং শেখানোর প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পূর্ত-সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এই নতুন নিয়ম তৈরি করা হয়েছে, যা ১লা জুন থেকে গোটা দেশে কার্যকর হয়ে যাবে বলে সূত্রের খবর। এই নিয়মের মধ্যে অন্যতম হলো ১লা জুন ২০২৪ থেকে চালকরা নিকটতম আরটিও অফিস (nearest rto office)এ না গিয়ে অর্থাৎ ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন। ১লা জুন থেকে, সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসের পরিবর্তে, বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিং পরীক্ষা দেওয়া যাবে। লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য সরকারি অনুমোদন দেওয়া হবে এই প্রতিষ্ঠানগুলিকে। যদিও এই অনুমোদন পাওয়ার জন্য বেসরকারি ড্রাইভিং স্কুলগুলির জন্য মন্ত্রক দ্বারা জারি কিছু নতুন মানতে হবে। যেমন-

  • স্কুলগুলিকে অবশ্যই উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।
  • ড্রাইভিং স্কুলগুলিতে ন্যূনতম ১ একর জমি থাকতে হবে। চার চাকার গাড়ির প্রশিক্ষণের জন্য ন্যূনতম ২ একর।
  •  প্রশিক্ষকদের অবশ্যই কোনও হাইস্কুলের ডিপ্লোমা বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেইসঙ্গে, তার কমপক্ষে ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, বায়োমেট্রিক্স এবং আইটি সিস্টেমের পরিচয় থাকাও আবশ্যক।
  • হালকা মোটর যান (LMV) এর জন্য ৪ সপ্তাহে ২৯ ঘন্টার প্রশিক্ষণ দিতে হবে। এর মধ্যে ৮ ঘন্টা থাকবে তত্ত্বের জন্য এবং বাকি ২১ ঘণ্টা থাকবে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য। ভারী মোটর যান (HMV) এর জন্য ৬ সপ্তাহে অন্তত ৩৮ ঘণ্টার প্রশিক্ষণ দিতে হবে। এর মধ্যে ৮ ঘণ্টা থাকবে তত্ত্বের জন্য, এবং ৩০ ঘণ্টা থাকবে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য।

উল্লেখ্য, মোটের উপর আবেদন প্রক্রিয়া আগের মতোই আছে। বিশেষ পরিবর্তন করা হয়নি। https://parivahan.gov.in-এ গিয়ে অনলাইন বা অফলাইনে আবেদন করা যাবে। তবে, নতুন লাইসেন্সের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি আগের তুলনায় সরল করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। আবেদনের মূল্য নির্ভর করছে, কী ধরনের লাইসেন্স চাওয়া হচ্ছে, তার উপর। নথি জমা দিতে এবং ড্রাইভিং দক্ষতার পরিচয় দিতে আরটিও-তে যেতে হবে না।

২০২৪ সালের জন্য ড্রাইভিং লাইসেন্স নিয়ে কেন্দ্র দ্বারা জারি করা নয়া নিয়মের মধ্যে রয়েছে পরিবেশে রক্ষা নিয়ে পদক্ষেপও। এই নতুন নিয়মগুলির অন্যতম লক্ষ্য হল দূষণ কমানো।  জানা গিয়েছে, এর জন্য প্রায় ৯ লক্ষ পুরনো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বাতিল করা হবে গাড়ির ধোঁয়া নির্গমনের বিষয়ে কঠোর বিধি প্রয়োগ করা হবে। এছাড়াও মন্ত্রক একটি নতুন লাইসেন্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশনগুলিকে আরও সহজ করে তুলবে বলে জানা গিয়েছে। যানবাহনের ধরন (টু-হুইলার বা চার চাকার) প্রয়োজনীয় নির্দিষ্ট নথি নির্ধারণ করা হয়েছে। এটি আরটিওতে ফিজিক্যালের চেকআপের প্রয়োজনীয়তা হ্রাস করবে।

এই নয়া নিয়মের মধ্যে যেমন চালকদের সুবিধার কথা ভাবা হয়েছে তেমনই জরিমানার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদিত গতির থেকে দ্রুত গতিতে গাড়ি চালানর জন্য ১০০০ থেকে ২০০০ টাকা জরিমানা করা হবে বলে জানা গিয়েছে। তবে, উচ্চ গতিতে গাড়ি চালানর জন্য কোনও নাবালক ধরা পড়লে, তাকে ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে, গাড়ির মালিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। ওই নাবালককে ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে, জরিমানা করা হবে ৫০০ টাকা। হেলমেট না পরে মোটরবাইক চালানর জন্য এবং সিট বেল্ট না পরে গাড়ি চালানর জন্য ১০০ টাকা করে জরিমানা করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি পুনেতে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণেই নিয়মে বদল আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এক ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় একটি পোরশে গাড়ি চালিয়ে, দুই তথ্য প্রযুক্তি কর্মীকে চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে, ১লা জুন থেকে ড্রাইভিং লাইন্সের নতুন নিয়ম (New Driving License Rules 2024) কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। 


R G Kar | 'শুভ বুদ্ধির উদয় হোক, স্নায়ুযুদ্ধ শেষ হোক', মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে বললেন 'তিলোত্তমা'র বাবা
Bangladesh Barge | ভারী বৃষ্টিতে উত্তাল হুগলি নদী, ঢেউ সামলাতে না পেরে নদীর পাড়ে উঠে পড়লো বাংলাদেশি বার্জ
R G Kar | ওয়ার্কশপের নামে মর্গ থেকে দেহ ও দেহের অংশ বাইরে পাচার? ফের নেপথ্যে সন্দীপ ঘোষ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
UPI | আজ থেকে ইউপিআইতে লেনদেন নিয়ে নয়া নিয়ম চালু, প্রদান করা যাবে ৫ লাখ টাকা পর্যন্ত কর
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla