স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম ভাষণ
কোভিড প্রাদুর্ভাবের পরে আরও বেশি করে বিশ্ব এক নতুন ভারতকে উত্থিত হতে দেখেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৪ই অগাস্ট দিনটিকে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি পালনের উদ্দেশ্য হল সামাজিক সম্প্রীতি, মানবিক ক্ষমতায়ন ও ঐক্যের প্রচার। রাষ্ট্রপতি বলেছেন ১৯৪৭-এর ১৫ অগাস্ট আমরা ঔপনিবেশিক শাসনের শিকল কেটে ভাগ্যকে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই দিনের বর্ষপূর্তিতে সব স্বাধীনতা সংগ্রামীদের সেলাম জানানোর কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, আমকরা সবাই যাতে স্বাধীন ভারতে শ্বাস নিতে পারি, তার জন্য তারা সবকিছু বিসর্জন দিয়েছিলেন।
তিনি বলেছেন, ভারতের মাটিতে গণতন্ত্র শুধু শিকড়ই গড়ায়নি, সমৃদ্ধ হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বকে গণতন্ত্রের প্রকৃত সম্ভাবনা আবিষ্কার করতে সাহায্য করার জন্য ভারতকে কৃতিত্ব দেওয়া যেতে পারে। দ্রৌপদী মুর্মু বলেছেন বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রে, মহিলাদের ভোটাধিকার পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ভারত প্রজাতন্ত্রের শুরু থেকেই সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল।
তিনি বলেছেন দেশে প্রতিটি কোণে ভারতীয় তেরঙ্গা উড়ছে। স্বাধীনতার জন্য শহিদরা এই চেতনাকে এত বিশাল আকারে দেখলে রোমাঞ্চিত হতেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। দেশের স্বাধীনতা আন্দোলনে কৃষক এবং আদিবাসীদের কথা অনেকদিন উপেক্ষিত থেকে গিয়েছিল। গত বছরের ১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা শুরু হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, "কোভিড প্রাদুর্ভাবের পরে সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব এক নতুন ভারতকে এগিয়ে যেতে দেখেছে। অর্থনৈতিক সাফল্য জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের রূপ নিচ্ছে।"
- Related topics -
- দেশ
- দ্রৌপদী মুর্মু
- রাষ্ট্রপতি
- ভারত