DC vs MI: শূন্যে ঝাঁপিয়ে ক্যাচ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টিম সেফার্ত
নয়া দল দিল্লি ক্যাপিটালসে গিয়েই আগুন ঝরালেন কেকেআর এর প্রাক্তন খেলোয়াড় টিম সেফার্ত। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে দুর্ধর্ষ ক্যাচ নিলেন।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ক্যাচ নেন সেফার্ত। ১৫.৫ ওভারে স্কোয়ার লেগে বাঁ দিকে ঝাঁপিয়ে কায়রন পোলার্ডের দুর্ধর্ষ ক্যাচ ধরেন। কুলদীপ যাদবের শর্ট লেংথের বলে পুল মারেন ক্যারিবিয়ান তারকা।
দিল্লি ক্যাপিটালসে গিয়েই দুর্ধর্ষ আগুন ঝরালেন কেকেআর এর প্রাক্তন খেলোয়াড় টিম সেফার্ত
পোলার্ড কী ভাবছেন, তা যেন আগেই বুঝে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের নয়া বিদেশি। শূন্যে ঝাঁপিয়ে অসামান্য ক্যাচ নেন সেফার্ত। পোলার্ডকে দ্রুত ফেরানোর জন্য কার্যত সেরকমই ক্যাচের দরকার ছিল। শুধু সেটাই নয়, একাধিকবার দুর্ধর্ষ রান বাঁচিয়েছেন। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত চারও বাঁচিয়েছেন দিল্লির ‘ব্রেন্ডন ম্যাককালাম’ সেফার্ত।
ব্যাটিংয়ে নেমেও ভালো শুরু করেন নিউজিল্যান্ডের তারকা। প্রচুর রান না করলেও আক্রমণাত্মক শুরু করেন। ওপেনিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি মারেন। দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহকেও রেয়াত করেননি। জোড়া বাউন্ডারি মারেন। শুধু যে চার মারেন, প্রতিটি শটেই ঔদ্ধত্য লেখা ছিল। শেষপর্যন্ত অবশ্য মুরুগান অশ্বিনের বলে আউট হয়ে যান।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২২
- আইপিএল
- কেকেআর
- মুম্বাই ইন্ডিয়ান্স