কেকেআরের জার্সিতে জাতীয় নির্বাচকদের যোগ্য জবাব দিতে মরিয়া পেসার উমেশ যাদব

Saturday, March 26 2022, 12:48 pm
highlightKey Highlights

জাতীয় নির্বাচকদের জবাব দিতে প্রস্তুত উমেশ যাদব। ৩৪বছরের তারকা পেসার মনে করেন তিনি এখনও যে লিমিটেড ওভার ক্রিকেট অবদান রাখতে পারেন, এবার তা প্রমাণ করতে হবে তাঁকে


জাতীয় দলের জার্সিতে তাকে এই মুহূর্তে একদিনের বা টি টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেট খেলেছিলেন সেই ২০১৯ সালে। তারপর থেকে ভারতের হয়ে সুযোগ পেয়েছেন খালি টেস্ট ক্রিকেটে। তবে এবার তাকে কেকেআর এর জার্সিতে ভালো পারফর্ম করতে হবে।

দীর্ঘদিন পর ফের কেকেআর এর জার্সিতে উমেশ যাদব

শাহরুখ খানের দলে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। অতীতে কেকেআরের হয়ে সাফল্য এবং ব্যর্থতা দুটোই ছিল তার। উমেশ যাদব নিশ্চিত এবার আইপিএলে যথেষ্ট ভাল করবে কেকেআর। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস কঠিন প্রতিপক্ষ।। কিন্তু উমেশ মনে করেন পরিসংখ্যান বিচার করে ভবিষ্যদ্বাণী করা উচিত নয়। 

তার প্রথম লক্ষ্য নাইট রাইডার্স দলের হয়ে ম্যাচ জেতা, এবং দ্বিতীয় লক্ষ্য যত বেশি সম্ভব উইকেট নিয়ে প্রমাণ করা লিমিটেড ওভার ক্রিকেটে তিনি ফুরিয়ে যাননি। উমেশ জানেন প্রথম কয়েকটা ম্যাচে প্যাট কামিন্স, সাউদিকে পাওয়া যাবে না। কিন্তু সিনিয়র ফাস্ট বোলার হিসেবে তিনি নিজের সেরাটা তুলে ধরতে চান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File