সবুজ মেরুন ছাড়লেন উইলিয়ামসন, প্রবীর! দলবদলের জেরে বেশ বড়ো এক ধাক্কা খেল এটিকে মোহনবাগান
প্রবীর দাস এবং ডেভিড উইলিয়ামস আর খেলবেন না সবুজ মেরুন জার্সিতে। ফেরান্দোর গড়ে ওঠার সাজানো বাগান ভেঙে চুরমার হয়ে গেল।
এএফসি কাপের গ্রুপ পর্বে নামার আগেই বড়সড় একটা ধাক্কা খেল এটিকে মোহনবাগান। সবুজ মেরুন জার্সিতে আর দেখা যাবে না ডেভিড উইলিয়ামসকে। এছাড়াও ঠিকানা বদলাচ্ছেন প্রবীর দাসও। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এবার থেকে মুম্বই সিটি এফসির হয়েই খেলবেন উইলিয়ামস।
প্রবীর দাস এটিকে-মোহনবাগানের হয়ে খেলছেন গত আট বছর ধরে। দেশের অন্যতম সেরা এই সাইড ব্যাক প্লেয়ার বর্তমানে দলবদল করছে বলে জানা গিয়েছে। এবার থেকে তিনি বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন।
এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরে লাল-সাদা জার্সি ছেড়ে সবুজ মেরুন হয়ে উঠেছিলেন। গত দুই মরশুমে অজি স্ট্রাইকার একাই ৩৭টা গোল করেছিলেন। তিনি এবার কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন মুম্বই সিটিতে। হুয়ান ফেরান্দোর ছাত্র খেলবেন দেশ ব্যাকিংহ্যামের কোচিংয়ে খেলার জন্য। তিনি ইতিমধ্যেই সই করে দিয়েছেন মুম্বই সিটিতে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- এটিকে মোহনবাগান
- ডেভিড উইলিয়ামস
- প্রবীর দাস