বৃশ্চিক (Scorpion) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Thursday, February 10 2022, 5:00 pm
highlightKey Highlights

আপনার কী বৃশ্চিক রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


বৃশ্চিক(Scorpion) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একনজরে

স্বাস্থ্য :

শরীরের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে।

দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :

বিবাহ সংক্রান্ত কোনও যোগাযোগ আসতে পারে। স্ত্রীর জন্য সম্মান নষ্ট হতে পারে।

শুভ সংখ্যা :

৭৩

শুভ রং :

কালচে লাল

শুভ দিক :

দক্ষিণ

শুভ রত্ন :

 প্রবাল

বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তি প্রায়শই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। নিজের মতে চলতে ভালবাসে। এরা প্রায়ই প্রচুর ভূসম্পত্তির বা বাড়ির মালিক হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায়-অন্যায় বিচার করে না।

বক্তব্য :

টাকা-পয়সা চুরি থেকে সাবধান। প্রিয় ব্যক্তিকে কুকথা বলার জন্য অনুতাপ হবে। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File