প্রথম একদিনের ম্যাচে টসে হার ভারতের, উভয় দলে নেই সেরা দুই তারকা

Friday, July 22 2022, 3:09 pm
highlightKey Highlights

করোনায় আক্রান্ত জেসন হোল্ডার! এরফলে ওয়েস্ট ইন্ডিজের দল থেকে বাদ দেওয়া হল তাকে। জাডেজার খেলা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা।


ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। চোটের কারণ দল থেকে বাদ পড়লেন ওডিআই সিরিজে ভারতের সহ অধিনায়কের দায়িত্বে থাকা রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে শিখর ধাওয়ানের সহকারী হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। 

এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান বলেন, "পরিবেশ বোলারদের প্রথমের দিকে সাহায্য করবে চাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা। আশা করি আমরা এর সুবিধা কাজে লাগাতে পারব আমরা। টস জিততে অবশ্যই ভাল লাগে। দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হওয়ার ফলে দলে নেই জেসন (হোল্ডার)।"

রোহিত শর্মার অনুপস্থিতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলানো শিখর ধাওয়ান বলেছেন, "আমরাও দ্বিতীয় ব্যাটিং করার কথাই ভাবছিলাম। আবহাওয়া দেখে মনে হচ্ছে পরের দিকে বৃষ্টি হতে পারে। তবে, প্রথমে ব্যাটিং করতে হলেও আমরা অখুশি নই। আমি অত্যন্ত ঠান্ডা মাথার অধিনায়ক। বিদেশ থেকে অনেক সমর্থক এসেছেন আমাদের সমর্থন করতে। সব সময়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে আমরা পছন্দ করি।"

Trending Updates

শুধু এই ম্যাচেই নয়, দ্বিতীয় একদিনের ম্যাচেও চোট পাওয়া রবীন্দ্র জাডেজার সার্ভিস পাবে না ভারত। সিরিজের শেষ ওডিআই অর্থাৎ তৃতীয় ম্যাচে জাডেজার খেলা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File