স্বাস্থ্য

কোভ্যাক্সিন সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো WHO, ভারতীয়দের জন্য কী তবে চিন্তা বাড়ল?

কোভ্যাক্সিন সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো WHO, ভারতীয়দের জন্য কী তবে চিন্তা বাড়ল?
Key Highlights

ভারত বায়োটেকের উৎপাদন সংক্রান্ত নিয়মের গোলযোগের কারনে অভিযোগ তুলে কোভ্যাক্সিনের সরবরাহ আপাতত স্থগিত রাখা হচ্ছে।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন সরবরাহে আপাতত স্থগিতাদেশ জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত বায়োটেকের উৎপাদন সংক্রান্ত নিয়মের গোলযোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

কোভ্যাক্সিন নেওয়া থাকলে কী বিদেশে যাত্রার ক্ষেত্রে অনুমতি মিলবে? তা নিয়ে তৈরি হলো ধন্দ্ব

কোভ্যাক্সিন নিয়ে বিদেশে যাওয়া যাবে কিনা, তা নিয়ে ধন্দ্ব তৈরি রয়েছে এখন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত বায়োটেকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোভ্যাক্সিন সুরক্ষিত এবং কার্যকরী। যদিও একাধিক দেশের তরফে কোভ্যাক্সিনে অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আমার মনে হয় না, যে মানুষরা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে। যাতায়াত সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে বলতে পারি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি তালিকায় এখনও আছে কোভ্যাক্সিন।'