দেশ

Sudarshan Setu | দেশের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি! ৯৮০ কোটি টাকার ব্রিজ থেকে প্রতিদিন তৈরি হবে ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ!

Sudarshan Setu | দেশের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি! ৯৮০ কোটি টাকার ব্রিজ থেকে প্রতিদিন তৈরি হবে ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ!
Key Highlights

গুজরাটের ওখা ও ভেট দ্বারকাকে যুক্ত করবে দেশের দীর্ঘতম কেবল সেতু সুদর্শন সেতু। এই ব্রিজের রয়েছে একাধিক চমক।

লোকসভা নির্বাচনের আগে জনসাধারণের নজর কাড়তে কোমর বেঁধেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে ২৫ শে ফেব্রুয়ারি, রবিবার গুজরাটে ভারতের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাটের ওখা (Okha Gujrat) এবং গুজরাটের ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে এই সেতু। দেশের দীর্ঘতম সেতু হওয়ার পাশাপাশি ভেট দ্বারকা (Bet Dwarka) সুদর্শন সেতুর রয়েছে আরও বিশেষত্ব। এটি জানা গিয়েছে এই সেতু দ্বারা তৈরি হবে সৌরবিদ্যুৎ। ৯৮০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই সেতু।

সুদর্শন সেতুর বৈশিষ্ট্য :

রবিবার ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ 'সুদর্শন সেতু'-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গুজরাটের ওখা (Okha Gujrat) এবং গুজরাটের ভেট দ্বারকা (Bet Dwarka Gujarat) দ্বীপকে সংযুক্ত করবে এই সেতু। এই ব্রিজ তৈরি করতে ৯৮০ কোটি টাকা খরচ করা হয়েছে। জেলা কালেক্টর জি টি পাণ্ড বলেন, দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা (Okha) বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা (Bet Dwarka)। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।


জানা গিয়েছে, ব্রিজের মধ্যেই রয়েছে ফুটপাথ এবং তার দুপাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগান হয়েছে। উল্লেখ্য, সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির দর্শনে পৌঁছন। এই সেতু প্রসঙ্গে গুজরাটের ভেট দ্বারকা (Bet Dwarka Gujarat) মন্দিরের পুরোহিত জিগনেশ জোশী বলেন, সবচেয়ে সুন্দর বিষয় হল, যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামে নামাঙ্কিত। সকলেই এটি মনে রাখবে। 


ভারতের দীর্ঘতম কেবল ব্রিজে তৈরি হবে সৌরশক্তি!
কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে, এমন ব্রিজ দেশে আর কোথাও নেই। কেবলের মাধ্যমে ঝুলছে এই সেতু। আর ব্রিজের উপর বসানো রয়েছে সোলার প্যানেল। যা থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুত্‍ তৈরি হবে বলে জানানো হয়েছে। ২.৩২ কিলোমিটার এই সুদর্শন সেতুর দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। কেবলের মাধ্যমে ঝোলানো এই সেতুতে চার লেনের রাস্তা তৈরি করা রয়েছে। আর এই সেতুর উপরে বসানো রয়েছে সোলার প্যানেল, যেখান থেকেই প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে জানা গেছিল, এর নাম 'সিগনেচার ব্রিজ' দেওয়া হবে। পরে তা বদলে 'সুদর্শন ব্রিজ' করা হয়।


East Bengal vs Indian Air Force | গুনে গুনে ৬ গোল! নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে সহজ জয় পেলো ইস্টবেঙ্গল
ISRO | শুল্কবোমার মাঝেই ৬,৫০০ কেজির মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো!
Nabanna Abhijan | বদলানো হয়েছে ইনজুরি রিপোর্ট! বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের
North Bengal | টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে পাহাড়ি নদী, সেন্ট্রাল ডুয়ার্সে বিচ্ছিন্ন যোগাযোগ
Trump Tariff India | ট্রাম্পের শুল্কবানের জেরে ভারতে বাণিজ্য বন্ধ করছে অ্যামাজন-ওয়ালমার্ট-টার্গেট!
Breaking News | গুনে গুনে ৬ গোল! নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে সহজ জয় পেলো ইস্টবেঙ্গল
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য