দেশ

Cooch Behar: পৃথক কামতাপুর নিয়ে KLO’র আলোচনায় কেন্দ্র!

Cooch Behar: পৃথক কামতাপুর নিয়ে KLO’র আলোচনায় কেন্দ্র!
Key Highlights

বাংলার কিছু অংশের জন্য আলাদা রাজ্য গঠন নিয়ে কেএলও-এর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাকে এড়িয়ে বাংলা ভাগের ছক! আলাদা কামতাপুর রাজ্যের দাবি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে, KLO-র দীর্ঘদিনের দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে!

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও নেতৃত্ব কেন্দ্রের সাথে মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে শীঘ্রই দেশে ফিরছে, কেএলও প্রধান জীবন সিং জানিয়েছেন। কোচ-কামতাপুরের বাসিন্দাদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। এই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএলও বাংলা থেকে আলাদা হয়ে কোচ-কামতাপুর আলাদা রাজ্য গঠনের বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছিলেন। মধ্যস্থতা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জীবন সিংয়ের দাবি, দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপাতত এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা মিয়ানমারে আত্মগোপন করে আছেন। স্বাভাবিকভাবেই এর পিছনে গেরুয়া শিবিরের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।