রাজনৈতিক

কে হবে দলের মাথা? দলীয় নির্বাচনের আগে কংগ্রেসের দিশেহারা অবস্থা

কে হবে দলের মাথা? দলীয় নির্বাচনের আগে কংগ্রেসের দিশেহারা অবস্থা
Key Highlights

নির্বাচনের সামনে, কিন্তু কংগ্রেসের মাথা কে হবে? তা নিয়ে এখনও পর্যন্ত কোন পথ দেখা যাচ্ছে না।

কংগ্রেস প্রধান কে হবেন তা নিয়ে বর্তমানে অচলাবস্থায় কোনও অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না। রাহুল গান্ধীকে এই ভূমিকা গ্রহণ করার জন্য প্ররোচিত করার সর্বশেষ প্রচেষ্টা নিষ্ফলা হয়ে গিয়েছে। এমনটাই খবর জানা গিয়েছে।

২০১৯ সালের সাধারণ নির্বাচনের পরাজয়ের পরে পদত্যাগ করার পর থেকে তিনি তার কংগ্রেস সভাপতি না হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন, সদস্যদের আবেদন তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। সোনিয়া গান্ধীও তার স্বাস্থ্যের কারণে রাষ্ট্রপতি পদে ফেরার কথা অস্বীকার করেছেন।

গান্ধীদের দিকেই মনোনিবেশ করা হচ্ছে, কী বলছে দল? 

এখন তাই কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর দিকে মনোনিবেশ করেছে কারণ তাঁদের বেশিরভাগ সদস্য এখনও গান্ধী পরিবারকে ঘিরে সমাবেশ করতে আগ্রহী বলে সূত্র জানিয়েছে। কিন্তু এই বছরের উত্তরপ্রদেশ নির্বাচনে তার দায়িত্ব নেওয়ার পর বিপুল বিপর্যয়ের পর তার নেত্রুত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। বলা যায় কংগ্রেসের রাষ্ট্রপতি নির্বাচনের অনিশ্চয়তার মেঘে ঢাকা। দলটি আনুষ্ঠানিকভাবে এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেনি।

কংগ্রেস প্রবীণ ভক্ত চরণ দাস বলেছেন যে, 'হ্যাঁ, রাহুল গান্ধী বলেছেন তিনি আগ্রহী নন, তবে আমরা তার উপর কাজ করছি এবং তাকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি। তাকে আমাদের বলতে হবে কীভাবে এই পদটি পূরণ করা হবে,' ।

রাহুল গান্ধী অবশ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সেপ্টেম্বরে একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন এবং কন্যাকুমারী থেকে 'ভারত জোড় যাত্রা' শুরু করবেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, 'হ্যাঁ, আমরা একটি সমাবেশের আয়োজন করছি এবং রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন। যদিও আমরা রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নিশ্চিত নই।'

কংগ্রেস পার্টির নেতৃত্বের সঙ্কট বছরের পর বছর ধরে প্রকট হয়ে উঠেছে এবং এর পরের-পরবর্তী নির্বাচনে পরাজয় এবং হাই-প্রোফাইল নেতাদের প্রস্থানের স্ট্রিং এর ফলে আরও খারাপ হয়েছে।


Kolkata | ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধোর! পুলিশের হাতে গ্রেপ্তার ৩
Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের
PM Modi | রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে মোদি-শাহ-রাহুল গান্ধী! ৮৮ মিনিট ধরে চললো আলোচনা
Modi–Netanyahu | আচমকাই প্রধানমন্ত্রী মোদিকে ফোন ইজরায়েল সুপ্রিমো নেতানিয়াহুর! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
Weather Update | কলকাতায় কামড় বসাচ্ছে শীত, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
IndiGo Flight Chaos | ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ DGCA-র, ২৪ ঘণ্টার মধ্যেই দিতে হবে ব্যাখ্যা
Goa Fire Accident | মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠলো পানশালা! গোয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ২৩