মমতা ব্যানার্জী

'বিচারব্যবস্থার অপব্যবহার'- বিরোধীদের বৈঠক চেয়ে চিঠি মমতার

'বিচারব্যবস্থার অপব্যবহার'- বিরোধীদের বৈঠক চেয়ে চিঠি মমতার
highlightKey Highlights

“‘আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা আমাদের সুবিধামতো সময়ে একজোট হয়ে বৈঠকে বসি। এটাই সময়ের দাবি।” - মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সব বিরোধী নেতা এবং অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর সেই কাজে মোদীর সহায় ইডি (ED), সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিয়ে বিরোধী স্বর নির্মূল করতে চাইছে বিজেপি তথা বর্তমান কেন্দ্রীয় সরকার। 

চিঠির ছবি

আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি। সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের সমস্ত প্রগতিশীল শক্তিকে জোট বাঁধতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ)

সকলের কাছে তাঁর বক্তব্য, যে ভাবে বিজেপি শাসিত রাজ্যের মু্খ্যমন্ত্রীরা আদালতের নির্দেশকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা খুবই বেদনাদায়ক।