রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের, আজ মুখোমুখি পঞ্জাব-লখনউ! জানুন আইপিএলের খুঁটিনাটি

Friday, April 28 2023, 12:45 pm
highlightKey Highlights

পর পর তিনবার জয়ের পর চেন্নাইকে হারালো রাজস্থান। আজ মুখোমুখি পঞ্জাব-লখনউ।


চেন্নাই-এর পর পর জয়ে ফের রেশ টানলো রাজস্থান। টানা তিনটি ম্যাচ জয় করে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিন্তু বৃহস্পতিবার ফের মাহির দলকে মাথা নত করতে হল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর কাছে। তবে রাজস্থানের জয় হলেও ইডেনের মতো স্টেডিয়ামে উড়লো হলুদ ঝড়।

রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের
রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের

 ২৭ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার  জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে (Swai Man Singh Stadium , Jaipur) ৩২ রানে সিএসকে (CSK)-কে হারায় রাজস্থান রয়্যালস। আগাগোড়া আগ্রাসী ব্যাটিং করে ম্যাচ ছিনিয়ে নেয় সঞ্জু স্যামসনের (Sanju Samson') দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। প্রথম বলেই চার মারেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yasaswi Jaiswa)। এরপরেই চেন্নাই বোলারদের কার্যত গুড়িয়ে দেন তিনি। মাত্র ৪৩ বলে ৭৭ রানের ইনিংস করেন যশস্বী। পাওয়ার প্লে থেকেই রাজস্থানের আগ্রাসী ব্যাটিংয়ে ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল। মাঝে অবশ্য চেন্নাইকে এগোনোর চেষ্টা করলেও শেষের দিকে  ধ্রুব জুরেল (Dhruv Jurel)-এর ব্যাটিং টেনে নামে সিএসকে-কে । ২০২ রানে শেষ হয় রাজস্থান ইনিংস। ৬ উইকেটে ১৭০ রানে হার মানতে হট চেন্নাইকে।

Trending Updates
বিশাখাপত্তনমে প্রথম সেঞ্চুরির স্মৃতিচারণ  মাহির
বিশাখাপত্তনমে প্রথম সেঞ্চুরির স্মৃতিচারণ  মাহির

উল্লেখ্য, ২০২৩ এর আইপিএল (IPL 2023)-এ হয়তো শেষ খেলতে চলেছেন মাহি। যার ফলে দেশের যে কোণাতেই তিনি খেলতে যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে প্রবল জনসমর্থন । বৃহস্পতিবারের খেলাতেও দেখা গেল একই দৃশ্য। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের দর্শকদের ধন্যবাদ বার্তা দিলেন ধোনি। সঙ্গে ভাগ করে নিলেন বিশাখাপত্তনমে তাঁর প্রথম সেঞ্চুরির স্মৃতিও।

ভক্তরা চিরকাল আমাকে ধাওয়া করবে। জয়পুর আমার কাছে স্পেশ্যাল ভেন্যু। বিশাখাপত্তনমে আমি প্রথম সেঞ্চুরি করি। এই শতরান জাতীয় দলে দশটা ম্যাচের জন্য আমার জায়গা পাকা করে। কিন্তু জয়পুরের ১৮৩ রান আরও একবছরের জন্য জাতীয় দলে আমার জায়গা নিশ্চিত করে। এটা দারুণ ভেন্যু। আমার হৃদয়ের কাছাকাছি। এখানে খেলতে এসে ভাল লাগছে।

মহেন্দ্র সিং ধোনি
মুখোমুখি পঞ্জাব কিংস ও  লখনউ সুপার জায়ান্ট
মুখোমুখি পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্ট

প্রসঙ্গত, আজ অর্থাৎ ২৮ এপ্রিল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে (IS Bindra Stadium in Mohali) মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস (PBKS) ও  লখনউ সুপার জায়ান্টরা (LSG)। এর আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে জয় করেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, গুজরাট টাইটান্সের (GT) কাছে পরাজিত হতে হয় লখনউকে। তবে এদিনের ম্যাচে কে জিতবে তা জানতে অবশ্যই সন্ধ্যে ৭.৩০টায় চোখ রাখুন আইপিএল ২০২৩ এ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File