Changes in College Admission: পড়ুয়াদের জন্য হবে কলেজে ভর্তির সুবিধা
রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় বড় বদল। একটি পোর্টালের মাধ্যমেই পড়ুয়ারা ভর্তির জন্য করতে পারবেন আবেদন।
বদল এলো কলেজে ভর্তির প্রক্রিয়ায়। এবার থেকে সব কলেজে চলবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা। এক পোর্টালের মাধ্যমেই কলেজ বেছে নিতে পারবেন পড়ুয়ারা। সব ঠিক থাকলে আগামী বছর থেকেই চালু হবে এই নিয়ম।
২০২২ সালেই কেন্দ্রীয়ভাবে এক পোর্টালের মাধ্যমে রাজ্যের সব সরকারি, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বেশ কিছু কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র দেওয়া হয় এই পরিকল্পনাকে। যার ফলে সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই একই পোর্টালের দ্বারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বর্তমানে তাদের নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হয়। এরপর প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয় বের করে তাদের আলাদা আলাদা মেধা তালিকা। বর্তমানে, উচ্চ মাধ্যমিকের পর পড়ুয়াদের তাদের পছন্দ মতো কলেজের ফর্ম তুলতে যেতে হয়। অনেক সময় দীর্ঘক্ষণ কলেজে দাড়িয়ে থাকা সত্বেও মেলেনা ফর্ম। একাধিক কলেজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে পরে তারা। এরপর ফর্ম নিয়ে জমা দিলেও অপেক্ষা করতে হয় মেধা তালিকা প্রকাশ করার জন্য। এরপর শুরু ভর্তির প্রক্রিয়া।
তবে সব ঠিক থাকলে আর থাকেবনা এই সমস্যা। হয়রানিতেও পড়তে হবে না পড়ুয়াদের। কলেজে ভর্তির নয়া পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকাশ করা হবে একটি মেধাতালিকা। সেই মেধাতালিকা মেনেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজে ভর্তির জন্য বাছাই ও আবেদন করতে পারবেন।
এই পরিকল্পনা সফল হলে পড়ুয়াদের ফর্ম তোলার জন্য আর বিভিন্ন কলেজে দাড়িয়ে থাকতে হবেনা দীর্ঘ লাইনে। একটি ওয়েব পোর্টালের মাধ্যমেই পছন্দের কলেজ বেছে নিতে পারবেন পড়ুয়ারা।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা ব্যবস্থা
- কলেজে ভর্তি