দেশ

শীঘ্রই ভারতের বাজারে জরায়ুমুখ ক্যানসারের টিকা আনছে সিরাম! কত দাম ধার্য করা হবে, জানাল সংস্থা

শীঘ্রই ভারতের বাজারে জরায়ুমুখ ক্যানসারের টিকা আনছে সিরাম! কত দাম ধার্য করা হবে, জানাল সংস্থা
Key Highlights

করোনা টিকা তৈরি করে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুণের সিরাম ইনস্টিটিউট। এবার ফের ভারতের বাজারে আনতে চলেছে আরও এক মূল্যবান টিকা।

কয়েক মাসের মধ্যেই ভারতীয় বাজারে পাওয়া যাবে সারভাইকাল ক্যানসার বা জরায়ুমুখ ক্যানসারের প্রথম টিকা। এই প্রতিষেধকের দাম থাকবে সাধারণের নাগালের মধ্যেই। ২০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে দেশের মেয়েরা জরায়ুমুখ ক্যানসারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। কমবে রোগের ঝুঁকি।

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলেন, ‘‘জরায়ুমুখ ক্যানসারের টিকা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ বার জনগণের কাছে তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে হবে।’’

জিতেন্দ্র আরও বলেন, ‘‘কোভিড পরিস্থিতি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। এর ফলস্বরূপ সারভাইকাল ক্যানসারের টিকার মতো প্রতিষেধক তৈরির কাজ দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কারগুলি সব সময়ে তাঁদের প্রাপ্য সম্মান পায় না। কর্কট রোগের ক্ষেত্রে দেশের বিজ্ঞানীরা এত বড় সাফল্য পেয়েছেন আর তাঁদের এই সাফল্য উদ্‌যাপন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’’

করোনা টিকা তৈরি করে বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পুণের সিরাম ইনস্টিটিউট। এ বার সেই আদার পুণাওয়ালার সংস্থা সিরামই বাজারে আনতে চলেছে জরায়ুমুখ ক্যানসারের টিকা। এই ক্যানসারের পিছনে রয়েছে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস। আর সেই ভাইরাসকে রুখতেই কাজে আসবে সিরামের এই নয়া টিকা।


World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Vande Bharat Metro | ৪৩৯.৫৭ কিমি রেলপথ পাড়ি দেবে মাত্র সাড়ে ৭ ঘণ্টায়! প্রকাশ্যে এলো বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক! দেখুন ভিডিও!
Swami Vivekananda Jayanti | 'স্বামীজির শিক্ষাই যুবদের অনুপ্রেরণা'! বিবেকানন্দ জয়ন্তীতে উদযাপন যুব দিবসও! পড়ুন স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসের বাণী!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
মাঘ বিহুর ইতিবৃত্ত এবং উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা | Details of Magh Bihu Festival in Bengali
বাংলাদেশের ৫টি রহস্যময় স্থান | 5 mysterious places in Bangladesh