দেশ

কম বৃষ্টিপাতের জেরে প্রভাব পড়েছে ধান চাষে, খাদ্য নিরাপত্তার স্বার্থে বিধিনিষেধ জারি হল চাল রফতানিতে

কম বৃষ্টিপাতের জেরে প্রভাব পড়েছে ধান চাষে, খাদ্য নিরাপত্তার স্বার্থে বিধিনিষেধ জারি হল চাল রফতানিতে
Key Highlights

চলতি বছর আমাদের দেশে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধানের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে চাল ।

চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে দেশে ধানের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে চাল রফতানির ওপর একাধিক বিধিনিষেধ কেন্দ্রের তরফে জারি করা হয়েছে। বাণিজ্য ও খাদ্য মন্ত্রকের বৈঠকে সাদা ভাঙা চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃষ্টিপাতের অভাবে ব্যহত ধান চাষ, নূন্যতম সমর্থন মূল্যে প্রভাব পড়বে

চলতি বর্ষায় উপযুক্ত বৃষ্টিপাত হয়নি। যার জেরে ব্যহত হয় ধান চাষ। বেশ কয়েকটি রাজ্যে কম বৃষ্টিপাতের জেরে ধানের উৎপাদন অনেকটাই কমে গিযেছে। কম বৃষ্টিপাতের জেরে অন্যান্য ফসল চাষেও প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। তবে এক্ষেত্রে কেন্দ্র সরকার শুধু সাদা ভাঙা চালের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ভারতে এই চালের চাহিদা সব থেকে বেশি। তবে দেশে যে পরিমাণ উৎপাদন হয়েছে। তা দেশের অভ্যন্তরে চাহিদা মেটাতে সক্ষম। তবে এই চাল বর্তমানে বিদেশে রফতানি করা সম্ভব নয়। ভারতের পাশাপাশি বিশ্বেও এই চালের চাহিদা অনেকটাই বেশি।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উৎপাদন কমে যাওয়ার জন্য চালের নূন্যতম সমর্থন মূল্যের ওপর প্রভাব পড়বে। গ্রীষ্মের শুরুতে গমের উৎপাদন প্রায় ২.৫ শতাংশ কমে গিয়েছিল। যার জেরে গম রফতানির ওপর কেন্দ্র সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। চলতি বছরে বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাষ ছিল। কিন্তু তারপরেও একাধিক রাজ্যে যেমন বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল। তেমনি বেশ কয়েকটি রাজ্যে চলতি বর্ষায় বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। আবহাওয়া দফতেরর হিসাব অনুযায়ী ১ জুন থেকে ২৬ অগাস্টের মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ৪৫, ৪১, ২৭ ও ২৬ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।


DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla