ক্রাইম

''সত্য উদঘাটনের প্রয়োজন'', বগটুইকাণ্ডে CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

''সত্য উদঘাটনের প্রয়োজন'', বগটুইকাণ্ডে CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
Key Highlights

রামপুরহাটের ঘটনায় এবার CBI-র হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট জমা করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

রামপুরহাটের ঘটনায় বড় সিদ্ধান্ত নিল আদালত। পাশাপাশি রিপোর্ট জমা করারও সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। জানাল, এই ঘটনায় সত্য উদঘাটন হওয়া প্রয়োজন।

ঠিক কী রায় দিল আদালত? আসুন তা জেনে নেওয়া যাক

রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায়, বগটুইয়ের ঘটনায় আর কোনও তদন্ত করতে পারবে না রাজ্য সরকারের গঠিত SIT। সমস্ত অভিযুক্তদের CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্যপ্রমানও CBI-কে দিতে হবে SIT-এর আধিকারিকদের। আগামী ৭ এপ্রিলের মধ্যে এই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে CBI-কে।

অন্যদিকে, রাজ্য সরকারের তরফে জমা করা কেস ডায়রিও খতিয়ে দেখেছে ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের তরফেও আদালতে পেশ করা সমস্ত পয়েন্টগুলি শুনেছে ডিভিশন বেঞ্চ। এরপরই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়।