রাশি ফল

শনিবার ২রা এপ্রিল ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (2nd April, 2022)

শনিবার ২রা এপ্রিল ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (2nd April, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শনিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শনিবারের রাশিফল

মেষ রাশি

আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। সম্মানহানি হতে পারে। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্ম দক্ষতায় চাকুরীর স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। 

বৃষ রাশি

আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে।সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সকালে ব্যবসার দিকে কোনও চিন্তা বাড়তে পারে। চাকুরীর ক্ষেত্রে দিনটি ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে।

মিথুন রাশি

আজ কোনও কারণে সারাদিন মানসিক কষ্ট কাজ করবে। অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কাজে অনিহা আসতে পারে। সারাদিন ব্যবসা ভাল চলবে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। 

কর্কট রাশি

শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা হতে পারে। সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সঙ্গীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে। আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন।

সিংহ রাশি

আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। 

কন্যা রাশি

দাম্পত্যজীবনে সুখ বজায় থাকবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। শরীরে নানান রোগের উপদ্রব বাড়তে পারে। 

তুলা রাশি

মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। 

বৃশ্চিক রাশি

আজ কোনও কারগনে সম্মানহানি হতে পারে। মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচারে গিয়ে আনন্দ বৃদ্ধি পাবে। 

ধনু রাশি

 আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে বেড়াতে যেতে হতে পারে। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। সন্তান লাভ করার শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

কুম্ভ রাশি 

 আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সাবধানে থাকুন প্রচুর ব্যয়ের যোগ রয়েছে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা।

মকর রাশি

চোখের সমস্যায় ভুগতে হতে পারে। আপনার ক্ষতি করতে চেয়ে শত্রুর নাজেহাল অবস্থা হতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। ভাইয়ের সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল।

মীন রাশি

আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। 


India-South Africa Test | শুক্রবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ, কড়া নিরাপত্তা মহানগরে, যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়
Partha Chatterjee | জেলমুক্তি পার্থর! ছাড়া পাচ্ছেন SSCর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও!
Modi-Trump | শুল্ক নিয়ে জট কাটাতে মোদি-ট্রাম্পের সাক্ষাৎ? সেপ্টেম্বরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা!
Operation Sindoor | নেপাল সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে ISI চর! জঙ্গিদের খোঁজে অ্যাকশনে গোয়েন্দাদপ্তর
Life Certificate | লাইফ সার্টিফিকেট জমা হয়নি ৭ লক্ষ ৪৪ হাজারের! এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন EPFO’র কর্মীরা!
Breaking News | ভাইজ্যাগে ঝকঝকে রোহিত-যশস্বী, সেঞ্চুরি করে একদিনের সিরিজে দাপুটে জয় মেন ইন ব্লু-র
বড় খবর গাড়ির চালকদের জন্য! সবসময় গাড়ির সাথে রাখুন নথি, নাহলেই জেল বা দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা