দেশ

Boris Johnson: ভারতে উপস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রী

Boris Johnson: ভারতে উপস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রী
Key Highlights

ভারত সফরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী (British Prime Minister Boris Johnson) বরিস জনসন। ভারতে এসেই তিনি পৌঁসবরমতি আশ্রম (Sabarmati Ashram) ঘুরে দেখলেন।

আজ ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশে পা রেখেই গুজরাটে সবরমতি আশ্রমে পৌঁছলেন এবং গান্ধীজিকে স্মরণ করলেন। সেখানে চরকায় সুতো কাটাও শিখলেন মনোযোগ সহকারে। একইসঙ্গে বরিস জনসনের থেকে মিলল ভারতীয় নাগরিকদের আরও ভিসা দেওয়ার ইঙ্গিতও।

গুজরাটে বরিস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) খাসতালুক গুজরাট  থেকেই তাঁর 'ভারত সফর' শুরু করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দু'দিনের জন্য ভারতে এলেন তিনি। তাঁর এই দু'দিনের কর্মসূচির তালিকা অনেকটাই লম্বা। সফরের প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবারই গুজরাটে প্রথম পা রাখেন বরিস। প্রথম দিনের সফরেই বিশেষ চমক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সটান হাজির হলেন সবরমতি আশ্রমে। সেখানে চরকায় সুতো কাটাও শিখলেন তিনি। শুক্রবার দিল্লিতে পৌঁছবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

বরিসকে বিশেষ উপহার

জানা গিয়েছে, সবরমতি আশ্রমের পক্ষ থেকে বরিসের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার। গান্ধীজির লেখা প্রথম দু'টি বইয়ের মধ্যে একটি বই দেওয়া হবে বরিস জনসনকে। যে বইটি এখনও প্রকাশিতই হয়নি। বইটি মূলত তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির সংস্পর্শে এসে মীরাবাঈ নাম নিয়েছিলেন। আজীবন গান্ধীজির শিষ্যা হিসেবেই রয়ে যান সবরমতি আশ্রমে।

ভারতবর্ষে বরিসের গান্ধী-স্মরণ

গুজরাটের সবরমতি আশ্রমের ভিজিটার্স বুকে বিশেষ বার্তা লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ''এখানে এসে আমি মুগ্ধ। কী ভাবে একজন মানুষ এত সাদামাটা জীবনযাপন করতে পারেন এবং কী ভাবে তাঁর আদর্শ, সত্য ও অহিংসার পথ গোটা বিশ্বের মানসিকতা পরিবর্তনে সহায়ক হয়েছিল, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।'' এই বিশেষ বার্তা যে তিনি মহাত্মা গান্ধীর উদ্দেশ্যেই লিখেছেন, তা আর কারও বুঝতে বাকি থাকে না।



PM Modi | G20 সম্মেলনে ছয় দফা প্রস্তাব পেশ প্রধানমন্ত্রী মোদির, শিক্ষা থেকে স্বাস্থ্য-হবে সার্বিক উন্নয়ন
Weather Update | নিম্নচাপের জেরে নাজেহাল শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Sonam Wangchuk | মধ্যরাতে বাস্তবের 'ব়্যাঞ্চো' তথা সোনম ওয়াংচুককে আটক করলো দিল্লি পুলিশ
Bankim Chandra Chattopadhyay | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন, উপরন্তু তিনি যুগস্রষ্টা!
Best Schools in Kolkata | সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেরা বিদ্যালয় রয়েছে কলকাতাতেই! রইলো কলকাতার সেরা স্কুলগুলির খোঁজ!
Breaking News | দৃষ্টিহীনদের T20-তে বাজিমাত ভারত কন্যাদের! অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দীপিকারা