দেশ

Boris Johnson: ভারতে উপস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রী

Boris Johnson: ভারতে উপস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রী
Key Highlights

ভারত সফরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী (British Prime Minister Boris Johnson) বরিস জনসন। ভারতে এসেই তিনি পৌঁসবরমতি আশ্রম (Sabarmati Ashram) ঘুরে দেখলেন।

আজ ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশে পা রেখেই গুজরাটে সবরমতি আশ্রমে পৌঁছলেন এবং গান্ধীজিকে স্মরণ করলেন। সেখানে চরকায় সুতো কাটাও শিখলেন মনোযোগ সহকারে। একইসঙ্গে বরিস জনসনের থেকে মিলল ভারতীয় নাগরিকদের আরও ভিসা দেওয়ার ইঙ্গিতও।

গুজরাটে বরিস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) খাসতালুক গুজরাট  থেকেই তাঁর 'ভারত সফর' শুরু করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দু'দিনের জন্য ভারতে এলেন তিনি। তাঁর এই দু'দিনের কর্মসূচির তালিকা অনেকটাই লম্বা। সফরের প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবারই গুজরাটে প্রথম পা রাখেন বরিস। প্রথম দিনের সফরেই বিশেষ চমক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সটান হাজির হলেন সবরমতি আশ্রমে। সেখানে চরকায় সুতো কাটাও শিখলেন তিনি। শুক্রবার দিল্লিতে পৌঁছবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

বরিসকে বিশেষ উপহার

জানা গিয়েছে, সবরমতি আশ্রমের পক্ষ থেকে বরিসের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার। গান্ধীজির লেখা প্রথম দু'টি বইয়ের মধ্যে একটি বই দেওয়া হবে বরিস জনসনকে। যে বইটি এখনও প্রকাশিতই হয়নি। বইটি মূলত তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির সংস্পর্শে এসে মীরাবাঈ নাম নিয়েছিলেন। আজীবন গান্ধীজির শিষ্যা হিসেবেই রয়ে যান সবরমতি আশ্রমে।

ভারতবর্ষে বরিসের গান্ধী-স্মরণ

গুজরাটের সবরমতি আশ্রমের ভিজিটার্স বুকে বিশেষ বার্তা লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ''এখানে এসে আমি মুগ্ধ। কী ভাবে একজন মানুষ এত সাদামাটা জীবনযাপন করতে পারেন এবং কী ভাবে তাঁর আদর্শ, সত্য ও অহিংসার পথ গোটা বিশ্বের মানসিকতা পরিবর্তনে সহায়ক হয়েছিল, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।'' এই বিশেষ বার্তা যে তিনি মহাত্মা গান্ধীর উদ্দেশ্যেই লিখেছেন, তা আর কারও বুঝতে বাকি থাকে না।



Satyajit Ray | প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র তৈরী করা থেকে 'পথের পাঁচালী'র জন্য জীবন বীমা বিক্রি! রইলো সত্যজিৎ রায় সম্পর্কিত কিছু অজানা তথ্য!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla