গরু পাচার কান্ডের জেরে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলো ইডি

Thursday, November 17 2022, 1:03 pm
highlightKey Highlights

জেলের মধ্যে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। জেরার সময় একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ।


অনুব্রত মণ্ডলকে গেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে বীরভূমের বেতাজ বাদশাকে গ্রেফতার করে সিবিআই। আর সেই মামলাতে ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন তিনি।আর এরপরেই এই মামলাতেই এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। ফলে নতুন করে অস্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল নেতাকে জেরা করতে সিবিআইয়ের দল পৌঁছে গিয়েছিল আসানসোল জেলে

গরু পাচার মামলাতে তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্তে নেমে একাধিক তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই বিষয়ে জানতে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে জেরা করেছে ইডি। শুধু তাই নয়, কেষ্ট মণ্ডলের মেয়ে এবং তাঁদের চার্টাড অ্যাকাউটেন্ট মনিষ কোঠারিকেও জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই দিল্লি থেকে বিশেষ তদন্তকারীরা আসেন কলকাতাতে। আজ আজ বৃহস্পতিবার আসানসোল জেলে পৌঁছে যায় তৃণমূল নেতাকে জেরা করতে।

এদিন সকালে একেবারে নির্দিষ্ট ২০ টি প্রশ্নের তালিকা নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যান তদন্তকারীরা। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জেরা পর্বে বেশ কিছু নথিও দেখানো হয়। এমনকি বিপুল যে টাকার হদিশ পাওয়া গিয়েছে সে বিষয়েও বারবার প্রশ্ন করেন তদন্তকারীরা। কিন্ত্য একাধিক প্রশ্ন অনুব্রত এড়িয়ে যাচ্ছেন বলেই খবর। শুধু তাই নয়, এই বিষয়ে নাকি তিনি কিছুই জানেন না বলেও তদন্তকারীদের জানিয়েছেন। পুরো বিষয়টি মনিষ কোঠারি জানেন বলেও নাকি তদন্তকারীদের জানিয়েছেন অনুব্রত।

কিন্ত ইডির তদন্তকারীরা মনে করছেন অনুব্রত মণ্ডল বিভ্রান্ত করছেন। তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও দাবি তদন্তকারীদের। আর এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। তবে এখনই দিল্লি নিয়ে যাওয়া হবে নাকি আগামীকাল শুক্রবার অনুব্রতকে আসানসোল আদালতে তোলা হবে তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ইডির তরফে। তবে যেভাবে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেভাবেই সম্ভবত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হবে।






পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File