বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি প্রেমেন্দ্র মিত্র | Biography of an Indian poet Premendra Mitra

Tuesday, May 17 2022, 10:50 am
highlightKey Highlights

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু।


আমায় যদি হঠাৎ কোনো ছলেকেউ করে দেয় আজকে রাতের রাজা,
করি গোটা কয়েক আইন জারি
দু'এক জনায় খুব ক'ষে দিই সাজা।

কবি প্রেমেন্দ্র মিত্র 

আমরা সবাই এক সময় পাঠ্যক্রমে পেয়েছি হয়তো কবিতাটি। ছোটবেলায় পড়া সকলের খুবই পরিচিত এই ছন্দটি "হঠাৎ যদি" কবিতার একটি অংশ। যার লেখক কৃত্তিবাস ভদ্র ছদ্মনামে প্রখ্যাত এক বাঙালি সাহিত্যিক, যার আসল নাম প্রেমেন্দ্র মিত্র। 

লেখক পরিচিতি | Introduction to Premendra Mitra

প্রেমেন্দ্র মিত্র ছিলেন বাংলার সাহিত্য জগতের এক অন্যতম প্রতিভা। মাতা সুহাসিনী দেবী ও পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র, যিনি ছিলেন ভারতীয় রেল বিভাগের কর্মচারী। পৈতৃক বাড়ি ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুরে। লেখক ১৯০৪ সালের ৪ঠা সেপ্টেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবকালে মাকে হারান, ফলে উত্তরপ্রদেশে দাদু-দিদার কাছে মানুষ হন। প্রাথমিক শিক্ষা সেখানেই পেয়েছেন। পরবর্তী সময়ে ছাত্র ও কর্ম জীবন অতিবাহিত করেন কলকাতা এবং ঢাকায়। তিনি সাউথ সাবার্বান স্কুলের ছাত্র ছিলেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন কিন্তু শান্তিনিকেতনে কৃষি বিষয়ে অধ্যয়নের জন্য সেই পাঠ্যক্রম ত্যাগ করেন। 

সাহিত্য রচনাবলী | Premendra Mitra's literary works

স্বপরিবারে প্রেমেন্দ্র মিত্র
স্বপরিবারে প্রেমেন্দ্র মিত্র

কর্মজীবন সাহিত্যের আঙিনায় শুরু করে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন নিজের বহুমুখী প্রতিভা । তিনি একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক, গীতিকার এবং প্রথম বাঙালি কল্পবিজ্ঞান সাহিত্যিক। তিনি লিখে গেছেন অনেকগুলো গ্রন্থ, কবিতা, গল্প ইত্যাদি, যা আজও পাঠকদের মন জয় করে। ১৯২৩ সালে ' শুধু কেরানি ' ও ' গোপন চারিনি '  নামে দুটি গল্প প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, সাহিত্য জগতে সেই থেকেই শুরু তাঁর পথচলা। তাঁর প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম ছিল ' প্রথমা ',যা প্রকাশিত হয় ১৯৩২ সালে। 

তাঁর কিছু উল্লেযোগ্য লেখা হল | Some notable writings of Premendra Mitra are as follows

কবিতা | Poetry of Premendra Mitra

ফেরারী ফৌজ , প্রথমা, হরিন চিতা – চিল , সম্রাট, সাগর থেকে ফেরা , সম্রাট , কখনাে মেঘ , অনন্য, ইত্যাদি। 

উপন্যাস | Novels by Premendra Mitra

পথভুলে, পাক, আগামীকাল, মিছিল, প্রতিশোধ, উপনয়ন, মনুদ্বাদশ, কোয়াশা, মঙ্গলবিরি, প্রতিধ্বনি ফেরে, পিঁপড়াপুরাণ, ইত্যাদি।

ছোটোগল্প | Short story written by Premendra Mitra

পঞ্চসর, পুতুল ও প্রতিমা, অফুরন্ত, বেনামী বন্দর, জলপায়রা, মৃত্তিকা, মহানগর, নানা রঙে বোনা, ধুলিধুসর, শ্রেষ্ঠ গল্প, নির্বাচিত, ইত্যাদি।

কর্মজীবনের বিকাশ | Premendra Mitra's career development

ঘনাদা সমগ্র
ঘনাদা সমগ্র

অনেক অল্প বয়স থেকেই সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন এই বাঙালি কবি। কর্মক্ষেত্রের প্রথম দিকে ডঃ দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে সম্পাদক সহযোগী হিসেবে কাজ করেন বিভিন্ন পত্রিকায়। সম্পাদনার কাজে লেখক প্রেমেন্দ্র মিত্রের যশ ও দক্ষতা ছিল যথেষ্ট। নবশক্তি, কালিকলম, রঙমশাল, ইত্যাদি পত্রিকার সম্পাদনা করেছিলেন তিনি। তাছাড়া করেছিলেন একটি শিশু মাসিক ' পক্ষীরাজ '- এর সম্পাদনা। সাহিত্য জগতে আত্মপ্রকাশ কল্লোল পত্রিকার কবি হিসেবেই করেছিলেন এবং পরবর্তীকালে কল্লোলযুগের অন্যতম সাহিত্যিক রূপে স্বীকৃত হন। তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, ও তীক্ষ্ণ অনুভূতি নিয়ে লেখা পাঠকদের কাছে চিত্ত স্পর্শকাতর। প্রেমেন্দ্র মিত্র অতি তুচ্ছ এবং সাধারণ ঘটনাকে অবলম্বন করে লিখে গল্পের শেষ দিকে হঠাৎ যেন জীবনের সকল রহস্য, সকল সত্যের আবরণী উম্মোচন করে দেন।

গীতিকার হিসেবে খ্যাতি | Premendra Mitra's fame as a lyricist

"যদি ভালো না লাগে তো দিও না মন,

শুধু দূরে যেতে কেনো বলো অমন।"

- কানন দেবীর কণ্ঠে খ্যাত হওয়া এই গানের কথার লেখক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। ১৯৪৩ সালে মুক্তি পাওয়া  " যোগাযোগ " সিনেমার জন্যে লিখেছিলেন এই গান। গানের সুর দিয়েছিলেন কামাল দাশগুপ্ত। ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের অনুরোধ রাখতে প্রথম গান রচনা। ফলস্বরূপ গীতিকার হিসেবেও বিচ্ছুরিত হয় তাঁর প্রতিভা। গান রচনায়ও পিছ পা হয়নি তার সৃষ্টিশীল মন। এই জীবনের যত মধুর ভুলগুলি, নাবিক আমার নোঙর ফেলো, হারা-মরু নদী, এগুলো সহ আরো অনেক গান রচনা করেছেন তিনি। 

কল্পবিজ্ঞান ভিত্তিক রচনা | Premendra Mitra's essay based on science fiction

 ১৯৬৬ সালে সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র এবং অন্যান্যরা রেডিওর জন্য যৌথভাবে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছিলেন
 ১৯৬৬ সালে সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র এবং অন্যান্যরা রেডিওর জন্য যৌথভাবে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছিলেন

প্রেমেন্দ্র মিত্র ছিলেন প্রথম বাঙালি সাহিত্যিক যিনি কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প-উপন্যাস রচনা শুরু করেন। নিজের লেখার দ্বারা অনুপ্রাণিত করেছিলেন অনেককেই। 'পিঁপড়েপুরান' ছিল তাঁর প্রথম কল্পবিজ্ঞান ভিত্তিক রচনা। লেখকের কল্পবিজ্ঞান ও অভিযানমূলক রচনার বিখ্যাত নায়ক চরিত্র ' মামাবাবু '-র আত্মপ্রকাশ হয়েছিল ' কুহকের দেশে ' গল্পটির মাধ্যমে।  তাঁর রচিত কল্পবিজ্ঞানের গল্পগুলোর মধ্যে অন্যতম : হিমালয়ের চূড়ায়, দুঃস্বপ্নের আতঙ্ক, কালাপানির অতলে, আকাশের আতঙ্ক ইত্যাদি। 

পুরস্কার প্রাপ্তি | Awards and honors of Premendra Mitra

প্রখ্যাত সাহিত্য প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্র   সম্মানিত হয়েছিলেন বেশ কিছু পুরস্কারে; রবীন্দ্র পুরস্কার, একাডেমী পুরস্কার, পদ্মশ্রী, নেহেরু পুরষ্কার, বিদ্যাসাগর পুরষ্কার, দেশিকোত্তম। বিশেষ করে,তার সৃষ্ট ঘনাদা চরিত্র তাকে সর্বজনীন স্বীকৃতি দেয়। ১৯৩৭ খ্রিঃ ঘনাদাকে নিয়ে তার প্রথম গল্প 'মশা' প্রকাশিত হয়। এছাড়াও লিখেছেন অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প, যার মুখ্য চরিত্র হল পরাশর বর্মা। এই চরিত্রের বৈশিষ্ট্য হল পেশায় গোয়েন্দা হওয়া সত্ত্বেও নেশায় সে কবি।  তাঁর লেখায় তিনি ফুটিয়ে তুলেছেন নগরজীবনের ধোঁয়াশা, অনিবার্য ব্যর্থতা, অভিমানের পরাভব, জীবনের বিশেষ অনিবার্যতা, জীবনের জটিলতা, মানব মনের দ্বন্দভাব সবরকম পরিস্থিতিকেই নব ভঙ্গিতে তুলে ধরেছিলেন তার লেখার মাধ্যমে।

চলচ্চিত্র জগতে অবদান | Premendra Mitra's contribution to the film world

চলচ্চিত্র জগতে অবদান
চলচ্চিত্র জগতে অবদান

বহুমুখী প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্র, চলচ্চিত্র জগতেও রেখে গেছেন নিজের প্রতিভার ছাপ। প্রথম পরিচালিত ছবি ছিল 'সমাধান' ; এরপর বহু ছবিতে সেকালে কাহানিকার, উপদেষ্টা ও চিত্রনাট্যকার কাজ করেছিলেন তিনি। তাঁর পরিচালিত ছবিগুলি হল: কালোছায়া, নতুন খবর, হানাবাড়ি ইত্যাদি, তাছাড়াও রাজলক্ষ্মী নামক হিন্দি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। ছবি পরিচালক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়ে অনেক খ্যাতি অর্জন করেছেন তিনি।

মৃত্যু | Premendra Mitra's Death

১৯৮৮ সালের ৩ রা মে তাঁর মৃত্যু হয় কলকাতায়, তিনি পাকস্থলীর ক্যান্সারের কারণে দীর্ঘমেয়াদি অসুখ ভোগ করেছিলেন, কিন্তু ভগ্নস্বাস্থ্য নিয়েও ছিলেন সৃষ্টিশীল, কলম থেমে যায়নি তখনও, রচনা করে গেছেন বহু চিত্তাকর্ষক শিল্পকর্ম। ছোট বড় সকল বয়সের জন্যই লিখেছেন গল্প।

উপসংহার | Conclusion

লেখককে বৈচিত্রকর্মা বলা চলে, কারণ তাঁর কর্ম জীবনে শিক্ষকতা থেকে শুরু করে সাহিত্যিক হিসেবে স্বীকৃতি পাওয়া অবধি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন কাজ করেছেন তিনি। প্রায় দেড়শতাধিক গ্রন্থের রচয়িতা কর্মসূত্রে বিদেশ ভ্রমনও করেছিলেন অনেক। রাশিয়া, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। তাঁর লেখা আজও ছোটো-বড় সকলের মনে জায়গা করে আছে।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

প্রেমেন্দ্র মিত্রের জন্ম কোন সালে ?

১৯০৪ সালে।

প্রেমেন্দ্র মিত্রের পেশা কি ছিল?

সাহিত্যিক, সম্পাদক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার।

প্রেমেন্দ্র মিত্র প্রথম কোন পত্রিকায় কাজ করেন?

কল্লোল।

প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোট গল্পের নাম কি?

শুধু কেরানি

প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

প্রথমা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File