Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরে বড় ফাঁটল! অবিলম্বে মেরামত না হলে ভেঙে পড়তে পারে সম্পূর্ণ গেট!
ওডিশার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, জগন্নাথধামের উত্তর দিকের গেটের নিম্ন অংশ, যেটিকে বলা বয় গুমুতা, সেখানে ফাটল দেখা গিয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরু না হলে মন্দিরের অনেকটা অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath temple in Puri) বড়সড় ফাঁটল! ওডিশার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, জগন্নাথধামের উত্তর দিকের গেটের নিম্ন অংশ, যেটিকে বলা বয় গুমুতা, সেখানে ফাটল দেখা গিয়েছে। এমনকি এই ফাঁটল ক্রমেই আরও বাড়ছে। ফলে দ্রুত মেরামতির কাজ শুরু না হলে মন্দিরের অনেকটা অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
ওডিশা বাইটস নামে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১২ শতকের এই ঐতিহ্যবাহী জগন্নাথধামের উত্তর দিকের গেটের নিম্ন অংশে ফাটল দেখা গিয়েছে। এই ফাটল অবিলম্বে মেরামত করা না হলে সম্পূর্ণ গেট ভেঙে পড়তে পারে। পুরী জগন্নাথ (Puri Jagannadh) মন্দিরের উত্তর দিকের গেটের গুমুতার ওই অংশে একটি গর্ত হয়ে গিয়েছে বলেও খবর। আশঙ্কা করা হচ্ছে, এখনই মেরামত না করা হলে গুমুতার ওই অংশটি যে কোনও মুহূর্তে খসে পড়তে পারে। ভেঙে যেতে পারে শৈল্পিক কারুকার্য।
এএসআই বা এএসআই-র পূর্ণ রূপ (Asi full form) ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা (Archaeological survey of India)এর রিপোর্ট অনুযায়ী, বেশ কিছুদিন আগেই উত্তর দিকে গেটের এই নিম্নাংশ অর্থাৎ গুমুতাতে ছোট একটি ফাটল লক্ষ করা গিয়েছিল। চিড় ধরে মূলত গুমুতার পদ্ম ফুলের কারুকার্যটিতে। তারপর উত্তর দিকে গেটের ওই অংশ থেকে চাঙড়ের কিছুটা অংশ ভেঙে পড়ে। ফলে ফাটল আরও চওড়া হয়ে যায়। উল্লেখ্য, এর আগে গত বছর জানা গিয়েছিল, দেবালয়ের নাটমণ্ডপে ফাটল ধরেছে। তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-র উল্লেখ করে বিষয়টি প্রকাশ্যে আনেন হেমন্তকুমার পাণ্ডা। তাঁর দাবি, সাত বছরে তিন দফায় পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কার কাজ করেছে এএসআই বা এএসআই-র পূর্ণ রূপ (Asi full form) ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা (Archaeological survey of India)। ২০১৭-১৮ অর্থবর্ষে প্রথামবার এই মন্দিরের সংস্কার করা হয়। এর পর ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে সংস্কার হয় মন্দিরের। এর পরও মন্দিরের মধ্যে ফাটল রয়ে গিয়েছে। ২০২০-তে মন্দিরের সংস্কার কাজ শেষ করেছিল এএসআই। কিন্তু ২০২০-২১ অর্থবর্ষে ফের মন্দিরের নাটমণ্ডপে ফাটল দেখা যায়।
তবে পুরী জগন্নাথ (Puri Jagannadh) মন্দিরের এই নয়া ফাটল নিয়ে পুরীর জগন্নাথ মন্দির (Jagannath temple in Puri) এর রক্ষাণবেক্ষণ সংক্রান্ত বিভাগের এএসআই আধিকারিক জ্যোতি প্রধান বলেন, মন্দিরের এইদিকের কিছুটা অংশ মাটির নীচে বসে গিয়েছে। হেরিটেজ পরিক্রমা প্রকল্পের কাজ চলার সময় খোঁড়া হয়েছে মন্দিরের চারপাশে। যাতে মাটি আলগা হয়েছে। এর জেরেই ফাটল দেখা যাচ্ছে উত্তর দিকের গেটে।
মন্দিরে ফাটলের খবর রটে যেতেই প্রশ্ন ওঠে হাজার বছরের প্রাচীন মন্দিরের রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের উপর। তবে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদারকি করা হচ্ছে বলে জানা গিয়েছে। রক্ষাণবেক্ষণ সংক্রান্ত বিভাগের অফিসারের কথায়, উত্তর দিকের গেটের গুমুতা অংশটিতে কতটা মেরামতের প্রয়োজন তা খতিয়ে দেখা হচ্ছে। দরকার হলে দ্রুতই মেরামতির কাজ শুরু করা হবে।