Bhoot Chaturdashi | ভূত চতুর্দশীর ‘ভূত‘ কি আসলেই ভূতপ্রেত? জানুন এদিন কেন জ্বালাবেন ১৪ প্রদীপ?
কালী পূজা ২০২৩ এর ভূত চতুর্দশী পড়েছে ১১ই নভেম্বর, শনিবার। কেন এদিন খাওয়া হয় ১৪ শাক? কেনই বা জ্বালানো হয় ১৪ প্রদীপ?
কালী পূজা ২০২৩ (Kali Puja 2023) উপলক্ষ্যে আলোকসজ্জায় সেজে উঠেছে দেশের তথা বাংলার অলিগলি। দীপাবলি, কালীপুজো নিয়ে হিন্দু শাস্ত্রে নানান নিয়ম বিধি রয়েছে। রীতি অনুযায়ী, কালীপূজার আগেরদিন পালন করা হয় ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। বিশ্বাস করা হয় ভূতপ্রেতদের দূরে রাখতে এদিন কিছু নিয়ম পালন করা উচিত। আর এই নিয়ম প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে থাকেন হিন্দু, বাঙালিরা। এদিন খেতে হয় ১৪ শাক এবং আঁধার নামতেই জ্বালাতে হয় ১৪ প্রদীপ।
২০২৩ কালী পূজার তারিখ (2023 Kali Puja Date) পড়েছে ১২তারিখ নভেম্বর, রবিবার। সেই মত ২০২৩ কালী পূজার তারিখ (2023 Kali Puja Date) এর আগের দিন অর্থাৎ আজ, ১১ই নভেম্বর শনিবার ভূত চতুর্দশী। দীপাবলি ২০২৩ (Diwali 2023) উৎসব শুরু হয়েছে ১০ই নভেম্বর ধনতেরাস দিয়ে। উল্লেখ্য, দীপাবলি ২০২৩ (Diwali 2023) তে অনেকে লক্ষ্মীপূজাও করে থাকেন। এই লক্ষ্মীপুজো আসলে অলক্ষ্মী বিদায়ের পুজো। এই পুজোর সময় রবিবার সন্ধ্যায় ৪টে ৫১মিনিট থেকে ৬টা ২৭মিনিট পর্যন্ত।
ভূত চতুর্দশীতে রীতি অনুযায়ী ১৪শাক খেলে এবং আঁধারের সময় ১৪ প্রদীপ জ্বালালে ভূতপ্রেত দূরে থাকে। তবে কেন পালন করা ভূত চতুর্দশী? আদতে কী এই দিনের সঙ্গে ভূত প্রেতের সঙ্গে কোনও সম্পর্ক আছে?
পঞ্চভূত হলো পৃথিবী, জল,বায়ু, অগ্নি ও আকাশ। আর মানবদেহ এই পঞ্চভূত দিয়ে তৈরি। বলা হয় মৃত্যুর পর আবার এই পঞ্চভুতেই দেহ মিলে যায়। ফলে ভূত চতুর্দশীতে এই পঞ্চভূতকে সম্মান জানানো হয়। এখন ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi) তে ভূতের প্রসঙ্গ তো মিটলো। তবে ১৪ শাক ও ১৪ প্রদীপ?
কথিত আছে, শাস্ত্র মতো ১৪ সংখ্যাটির বিশেষ গুরুত্ব আছে। ঊর্ধ্বলোকের সপ্তলোক অর্থাৎ সপ্তস্বর্গ, ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য। পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। আবার পাতালের দিকে তাকালে, সেখানেও সপ্তলোক। অতললোক, বিতললোক, সুতললোক, তলাতললোক, মহাতললোক, রসাতললোক, পাতাললোক। এই দুই সাত মিলিয়ে চোদ্দ। এই চোদ্দলোকে যেখানে যেখানে জীবের অবস্থান, তাদের আলোকিত করার জন্যই ১৪ প্রদীপ দেওয়ার রীতি। আবার পাটিগণিতের হিসেব দেখতে গেলে ৯ ও ৫ যুক্ত করলেও ১৪ হয়। দুই চোখ, দুই নাসিকা ছিদ্র, দুই কান, এক মুখ গহ্বর, পায়ুদ্বার, লিঙ্গ। আর সেই সঙ্গে পঞ্চভূত। ক্ষিতি, অপ, তেজ, মরূত্ ও ব্যোম। মানবশরীরের এই দিকগুলিকে জাগ্রত করার প্রতীক হিসেবেও ১৪ দীপ জ্বালা হয়ে থাকে।
অন্যদিকে, ১৪ শাক এমন একটি জিনিস, যা সব জায়গায় জন্মায়। তাই ১৪ শাকের মাধ্যমে এই প্রার্থনা, ১৪ লোকের সব জীবরা যেন শাকে-ভাতে থাকতে পারে। এই জন্যই ১৪ শাকের বিধান। ১৪ শাকের মধ্যে রয়েছে - ওল , ভাটপাতা, কেঁউ, শৌলফ, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, বেতো, সরষে, নিম, গুলঞ্চ, শুষণী, হিঞ্চে, জয়ন্তী।
উল্লেখ্য, বঙ্গদেশে যেদিন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালন করা হয় দেশের বহু প্রান্তে সেদিন পালিত হয় ছোটি দিওয়ালি (Choti Diwali) পার্বণ। অর্থাৎ কালী পূজা ২০২৩ (Kali Puja 2023) এর ভূত চতুর্দশী ১১ তারিখ, শনিবার আর এইদিনই ছোটি দিওয়ালি (Choti Diwali)। কার্তিক মাসে কালীপুজোর আগের দিন অর্থাত্ কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই তিথি পালিত হয়।
- Related topics -
- দীপাবলি ২০২৩
- দীপাবলি
- কালীপূজা
- ধনতেরাস
- পুজো ও উৎসব