শহর কলকাতা

Restaurants in Kolkata | ভ্যালেন্টাইন্স ডে-তে পছন্দের মানুষের সঙ্গে নৈশভোজ করবেন ভাবছেন? কলকাতার এই রেস্তোরাঁগুলিতে রয়েছে স্পেশাল মেনু-অফার!

Restaurants in Kolkata | ভ্যালেন্টাইন্স ডে-তে পছন্দের মানুষের সঙ্গে নৈশভোজ করবেন ভাবছেন? কলকাতার এই রেস্তোরাঁগুলিতে রয়েছে স্পেশাল মেনু-অফার!
Key Highlights

একাধিক কলকাতার রেস্তোরাঁয় ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ উপলক্ষ্যে ব্যবস্থা করা হয়েছে বিশেষ মেনুর। দেখে নিন কলকাতার কোন রেস্তোরাঁয় কী স্পেশাল খাবার পাবেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে।

সরস্বতী পূজা (Saraswati Puja) বাঙালির কাছে এক প্রকার ভলোবাসার দিন বলাই চলে। তারপর ২০২৪ (2024) সালে আসলেই বাগদেবীর আরাধনার দিন পড়েছে ভ্যালেন্টাইন্স ডে। ফলে এই বছর যুবক-যুবতীদের উৎসাহ ও আনন্দ রয়েছে অন্য মাত্রায়। এই দিনে অনেকেই বাইরে খাওয়ার প্ল্যান করে থাকেন। সেই মতো ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে বিশেষ মেনুর ব্যবস্থা করে থাকে কলকাতার রেস্তোরাঁ (Restaurants in Kolkata)গুলিও। ফলে আপনিও যদি ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ (Valentine's Day 2024)তে আপনার পছন্দের মানুষের সঙ্গে বাইরে ভালোমন্দ খেতে যেতে চান তাহলে আপনার জন্য রইলো কিছু সেরা রেস্তোরাঁর খোঁজ।

হার্ড রক ক্যাফে । Hard Rock Cafe :

ভালোবাসার দিন মানেই গানবাজনা, ভালোমন্দ খাওয়া দাওয়া। কলকাতার সেরা রেস্তোরাঁর মধ্যে রয়েছে হার্ড রক ক্যাফে। ভাল গানবাজনা ও খাবারের মেলবন্ধন পাবেন শরৎ বসু রোডের এই ক্যাফেতে। ভালোবাসার উৎসবের জন্য এই রেস্তরাঁর মেনুতেও থাকছে প্রেম দিবসের চমক। এখানে গেলে অবশ্যই চেখে দেখতে পারেন সার্ফ অ্যান্ড টার্ফ, দ্য ভেরি ভেজি বাউল, পিওর প্যাশন মার্টিনি, সুইটহার্ট সানডে-র মতো অভিনব সব পদ।

চাউম্যান । Chowman :

চিনা খাবারের জন্য বিখ্যাত চাউম্যান। এখানকার কলকাতা স্টাইল চিলি চিকেন, বিবিকিউ স্মোক্ড ফিশ, প্রন হর গও, ল্যাম্ব ইন অয়েস্টার সস্, চিলি প্লাম স্কুইড চেখে দেখতেই পারেন। এছাড়া রেস্তরাঁর যুগলের জন্য থাকছে এখানে বিশেষ অফার। খাবারের সঙ্গে শেষপাতে একটি মিষ্টির পদ পেয়ে যাবেন বিনামূল্যে। বিশেষ দিনে চাউম্যানের রাজারহাট শাখায় থাকছে ‘ক্যান্ডেল লাইট ডিনার’-এর ব্যবস্থা।

ট্রিঙ্কাজ় । Trincas :

কলকাতার পুরোনো রেস্তোরাঁর মধ্যে অন্যতম পার্কস্ট্রিটের ট্রিঙ্কাজ়। বিশেষ দিনটিকে মধুর করে তুলতে এই রেস্তরাঁর বিশেষ মেনুতে থাকছে মিষ্টির নানা পদ। হোয়াইট ফরেস্ট কেক, ক্রিম ব্রুলি, ডেভিলস চকোলেট কেক, ব্লুবেরি চিজ় কেক সিনামন অ্যাপ্‌ল পাই ছাড়াও থাকছে সুস্বাদু সব মিষ্টির পদ।

এফ বার অ্যান্ড ক্যাফে । F Bar and Cafe :

 ২০২৪ (2024) এর ভ্যালেন্টাইন ডে বিশেষ ভালো সেলিব্রেট করতে ঘুরে আসতে পারেন এই বার অ্যান্ড ক্যাফে থেকে। প্রেম দিবস উপলক্ষে রেস্তরাঁয় পেয়ে যাবেন বিশেষ কম্বো অফার। কম্বোতে থাকবে ওয়াইন, বিয়ার, পিৎজ়া, চকোলেট, মাস্টার্ড চিলি ফিশ, ড্রামস অউ হেভেন, চিজ় কেক আরও অনেক কিছু।

রেইজ় দ্য বার । Raize The Bar :

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে এই রেস্তরাঁ গ্রাহকদের জন্য বিশেষ সব কম্বো মেনুর ব্যবস্থা করেছে। মেনুতে থাকবে স্যুপ, স্টার্টার আর ডেসার্ট। খাওয়াদাওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবেন গানবাজনাও।

ওয়ান সিপ গ্যাস্ট্রোপাব । One Sip Gastropub :

ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ (Valentine's Day 2024) টি যদি পছন্দের মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করার পরিকল্পনা থাকে, তাহলে যেতে পারেন ওয়ান সিপ গ্যাস্ট্রোপাবে। প্রেম দিবস উপলক্ষে এই রেস্তরাঁয় থাকছে বিশেষ ননভেজ কম্বো। সেই কম্বোতে পেয়ে যাবেন ক্রিসপি চিলি বেবিকর্ন, স্প্রিং রোল, কোরিয়ান চিকেন উইঙ্গস, ড্রামস অফ হেভেন, কিমচি স্যালাড আর মিনি গুলাব জামুন।

ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব । Canteen Pub & Grab :

 এই বছর সরস্বতী পূজা (Saraswati Puja) উপলক্ষ্যে পছন্দের মানুষ হোক কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে বাইরে ডিনার বা হালকা ফুলকা কিছু খাওয়ার প্ল্যান, বেঁচে নিতে পারেন সল্টলেকের এই রেস্তোরাঁকে। এখানে স্পেশাল মেনুতে  পেয়ে যাবেন পেস্তো প্যাশন পিৎজ়া, নাইন্টিজ় রোম্যান্স প্ল্যাটার, পত্নী কী পেয়ার ভরি পনির, ছুপা হুয়া পেয়ার, হিশ ফিশের মতো অভিনব নামের সব পদ।

ক্যালকাটা বিসট্রো । Calcutta Bistro :

চিনার পার্কে অবস্থিত ক্যালকাটা বিসট্রো। এখানে পাবেন দুর্দান্ত কন্টিনেন্টাল, তন্দুর, ভারতীয় ও চিনা পদের একাধিক পদ। পাশাপাশি বিশেষ দিনের জন্য থাকছে বিশেষ কম্বো অফারও।

প্যাপরিকা গরমেট । Paprika Gourmet :

 মোগলাই বা চাইনিজ বাদে অন্য রকম কিছু খাবার খেতে চাইলে যেতে পারেন প্যাপরিকা গরমেটে। লাউডন স্ট্রিটের এই রেস্তরাঁর মেনুতে পেয়ে যাবেন ইটালীয়, জাপানি, তাই, মেক্সিকান খাবার। এছাড়াও শেষপাতে মিষ্টিমুখের জন্য পাবেন চকোলেট টর্টে, প্যাপরিকা স্যান্ডউইচ কুকিজ়ের মতো লোভনীয় সব মিষ্টি পদ।

টাকি টাকি । Taki Taki :

এশিয়ার খাবার পছন্দ হলে প্রেম দিবস উদ্‌যাপন করতে সঙ্গীকে নিয়ে চলে যেতেই পারেন এই রেস্তরাঁয়।  এখানে প্লাম অরিয়েনটাল, কোরিয়ান সাঙচু, ভিয়েতনামিজ় ফ্রায়েড স্প্রিং রোল, জ়িয়াওলং বাও, কোরিয়ান চিলি ল্যাম্ব পেয়ে যাবেন।

হাউস অফ রয়্যালস । House of Royals :

 মোগলাই খাবার পছন্দ করলে বেছে নিতে পারেন হাউস অফ রয়্যালস। এখানে বিরিয়ানির পাশাপাশি পাবেন গলৌটি কবাব, চেলো কবাব, দিলরুবা কবাবের মতো  আরও নানা পদ। বিরিয়ানি খেয়ে পেট ভরানোর পর শেষপাতে পেয়ে যাবেন শাহি টুকরাও।

আমিনিয়া । Aminia :

সেরা কলকাতার রেস্তোরাঁ (Restaurants in Kolkata) এর মধ্যে একটি আমিনিয়া। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন রেজ়ালা, ফিরনি, শাহি টুকরা, মিহিদানা রাবড়ি, কুলফি ফালুদার মতো পদগুলি বরাবরই বেশ জনপ্রিয়। তবে বিশেষ দিনের জন্য আমিনিয়ায় চলবে বিশেষ কিছু রোলের উপর বিশেষ অফার। একটি রোল কিনলে আরেকটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

ব্লু অ্যান্ড বিয়ন্ড রুফটপ রেস্তোরা । Blue and Beyond Rooftop Restaurant :

দুর্দান্ত ভিউ, সঙ্গে দুর্দান্ত খাবার উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে বেছে নিন ব্লু অ্যান্ড বিয়ন্ড রুফটপ রেস্তোরা। সামনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মনোরম দৃশ্য, সঙ্গে লোভনীয় সব পদ পাবেন এখানে। এখানের মেনুতে থাকবে স্পাইসি গোল্ডেন চিকেন, মাহি আফগানি, চিকেন লাত মে কাইয়ের মতো দারুণ সব পদ। শেষপাতে ব্রাউনি উইথ আইসক্রিমও রয়েছে।

ক্যাফে ড্রিফটার । Cafe Drifter :

ভালোবাসার দিনে খুচখাচ খাবারের জন্য বেছে নিতে পারেন ক্যাফে ড্রিফটার। এদের বিশেষ দিনের মেনুতে থাকছে জেস্টি রিসোতো বলস, এক্সট্রা ম্যারিটাল চিজ় ফ্রাইজ়, ওভারলোডেড নাচোস, হট চিকেন ড্রিমস আরও অনেক কিছু। এছাড়া মকটেলে পেয়ে যাবেন ম্যাজিক মোহিতো, পিঙ্ক লেডি, ফ্রেঞ্চ কিস ম্যাঙ্কোর মতো একাধিক পানীয়।

বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক । Balram Mallick and Radharaman Mallick :

প্রেম দিবসে মিষ্টিমুখ অবশ্যই দরকার। ফলে বিশেষ দিনে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক তাঁদের মেনুতে নিয়ে এসেছে লোভনীয় সব মিষ্টি। প্রিয়জন মিষ্টিপ্রেমী হলে তার হাতে তুলে দিতে পারেন চকোলেট মাডপাই, গোলাপ পাত্তি সন্দেশ, পান ফাজ, স্ট্রবেরি লাভা, সুইটহার্ট সন্দেশ দিয়ে সাজানো প্যাকেট।

পুজো হোক কিংবা অন্যান্য অনুষ্ঠান, বিশেষ দিন মানেই ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়া। বর্তমানে কোনো  অনুষ্ঠানের দিনে বাইরে রেস্তোরাঁয় খাওয়ার চল বেশ বেড়েছে। ফলে সেই মতো বিশেষ দিনে বিশেষ ছাড় বা মেনুর ব্যবস্থা করে রেস্তোরাঁও। সেইমতো ভ্যালেন্টাইন ডে-র জন্য কলকাতার বহু রেস্তোরাঁই ব্যবস্থা করেছে বিশেষ মেনুর। কলকাতার নানা প্রান্তের রেস্তরাঁয় এদিন পাওয়া যাচ্ছে জিভে জল আনা হরেক রকম পদ।


R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল সিবিআই? ঘুরে যেতে পারে আরজি কর কাণ্ডের মোড়
ED | সাউথ পয়েন্টে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত অভিযান, দুর্নীতির পরিমাণ ১০০ কোটি ছাপিয়ে যেতে পারে বলে অনুমান
Aparajita Bill | ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিলে' সম্পূর্ণ সমর্থন বিজেপির, ‘ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী
R G Kar | ডাক্তারের খোঁজে অজান্তেই সেমিনার হলে ঢুকে পড়ে সঞ্জয়? সিবিআইয়ের কাছে দাবি আরজি কর কান্ডে ধৃতর
ঢাকার নবাব  খাজা সলিমুল্লাহের জীবনী, Biography of  Khwaja Salimullah in Bengali
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo